‘মিশকার’ কাণ্ডে লজ্জায় লাল প্রেমিক দীপঙ্কর, খালি গায়ের ভিডিয়ো ফাঁস!
Ahana Dutta: তাঁদের সম্পর্ক বহু দিন ধরেই চর্চায়। দীপঙ্কর ও অহনা এই মুহূর্তে লিভ ইন সম্পর্কে রয়েছেন। পূর্বে বিবাহিত দীপঙ্করের সঙ্গে অহনার প্রেম মেনে নেননি নায়িকার মা।

দীপঙ্কর রায়কে চেনেন? বাংলা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র দৌলতে তিনি এখন বেশ জনপ্রিয়। না, তিনি অভিনয় করেন না। তিনি ওই ধারাবাহিকের রূপটান শিল্পী। এরই পাশাপাশি তাঁর এক পরিচয়ও রয়েছে। ধারবাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্র অহনা দত্ত ওরফে ‘মিশকা’র প্রেমিক তিনি। এবার খালি গায়ে দীপঙ্কর এক ভিডিয়ো নিজেই সামনে আনলেন অহনা। আয়নার সামনে দাঁড়িয়ে রূপচর্চায় ব্যস্ত দীপঙ্কর। তিনি জানতেনও না তাঁর ছবি তোলা হচ্ছে। ব্যাপারটা বুঝতেই লজ্জা পেয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে কম্বলের তলায় মুখ লুকিয়ে ফেলেন দীপঙ্কর। হাজার হোক, ব্যক্তিগত মুহূর্ত বলে কথা! তবে দীপঙ্করের ওই খালি শরীরে একটা জিনিস কারও চোখ এড়ায়নি। তা হল তাঁর বুকে ‘অহনা’ নামে ট্যাটু। অহনার প্রতি দীপঙ্করের ভালবাসা দেখে বাহবা দিচ্ছেন সকলেই।
তাঁদের সম্পর্ক বহু দিন ধরেই চর্চায়। দীপঙ্কর ও অহনা এই মুহূর্তে লিভ ইন সম্পর্কে রয়েছেন। পূর্বে বিবাহিত দীপঙ্করের সঙ্গে অহনার প্রেম মেনে নেননি নায়িকার মা। পরিবার ছেড়ে দীপঙ্করের মন সঁপেছেন অহনা। মায়ের সঙ্গে তাঁর আর যোগাযোগ নেই। বরং সামাজিক মাধ্যমে মাঝেমধ্যেই অহনার মায়ের নানা ধরনের মন্তব্য ঝড় তোলে। কিছু দিন আগেই অহনা ও তাঁর পরিবার নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন দীপঙ্কর। তিনি বলেন, “ও ভালোবেসেছে এটাই অপরাধ? …আমি জানি উনি (চাঁদনী গঙ্গোপাধ্যায়, অহনার মা) যা করেছেন হয়ত মায়ের জায়গা থেকে করেছেন, তবে দিনের শেষে এই সম্পর্কটাকে হাস্যকর জায়গায় নিয়ে গিয়েছেন।” যদিও প্রেমিকের সঙ্গে ভালই আছেন অহনা। যত দিন যাচ্ছে ততই জোরাল হচ্ছে তাঁর প্রেম।
View this post on Instagram





