ফের একফ্রেমে রেখা-অমিতাভ! দেব-শুভশ্রীর মতোই কি ফিরছে জুটি?

একের পর এক প্রাক্তন জুটির নাম তুলে আনছেন সিনেপ্রেমীরা। সেই তালিকায় যেমন রয়েছেন, শাহরুখ-প্রিয়াঙ্কা, সলমন-ঐশ্বর্য, শাহিদ-করিনা, রণবীর-দীপিকার নাম।

ফের একফ্রেমে রেখা-অমিতাভ! দেব-শুভশ্রীর মতোই কি ফিরছে জুটি?

| Edited By: আকাশ মিশ্র

Aug 06, 2025 | 2:26 PM

সোমবার শ্রাবণ সন্ধ্য়ায়, ৯ বছর পর দেব-শুভশ্রী পাশাপাশি। ধূমকেতুর হাত ধরে পুরনো জুটি ফের মন কাড়ল দর্শকের। সিনেপর্দার বাইরেও, যে শুভশ্রী ও দেবের প্রেমকাহিনি, গুঞ্জন পাড়ায় সুপারহিট হয়েছিল, সেই প্রেমের স্বাদই ফের দেখল দেব-শুভশ্রী ভক্ত। আর তারপর থেকেই সোশাল মিডিয়ায় নানা স্পেকুলেশন। একের পর এক প্রাক্তন জুটির নাম তুলে আনছেন সিনেপ্রেমীরা। সেই তালিকায় যেমন রয়েছেন, শাহরুখ-প্রিয়াঙ্কা, সলমন-ঐশ্বর্য, শাহিদ-করিনা, রণবীর-দীপিকার নাম। তেমনই সেই তালিকার একেবারে শীর্ষে বলিউডের সবচেয়ে জনপ্রিয় প্রাক্তন জুটি রেখা -অমিতাভ! হ্যাঁ, সিনেপ্রেমীরা মনে করছেন, রেখা ও অমিতাভও যদি দেব-শুভশ্রীর মতো ফের জুটি বেঁধে দর্শকদের সামনে আসেন, তাহলে কেমন হবে?

সিনেপ্রেমীদের সেই ভাবনা থেকেই জন্ম নিল একটি এআই ভিডিয়ো। আর সেই ভিডিয়োই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

তা এই AI ভিডিয়োতে রয়েছে কী?

অমিতাভ ও রেখার যে AI ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে বাইকের পিছনে রেখাকে বসিয়ে রাজপথে অমিতাভ বচ্চন। আর রেখা অমিতাভের কোমর জড়িয়ে প্রেমের সফরের মজা নিচ্ছেন। সেই ভিডিয়োতে অবশ্য রয়েছেন অমিতাভের স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চনও। যাঁকে দেখা যাচ্ছে ফুটপাতে বসে হাউ হাউ করে কাঁদছেন। AI দিয়ে তৈরি এই ভিডিয়োই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।