নেই রোজগার, মাত্র ১৫০০ টাকার জন্য কী করেন ঐশ্বর্য?
Aishwarya Rai Bachchan: এর পর কেটেছে বহুযুগ। দক্ষতার জোরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিগত এক বছর ধরে অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সামাজিক মাধ্যম। একের পর এক রটনা রটেছে তাঁকে ঘিরে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।

বলিউড মানেই ঐশ্বর্যা রাই বচ্চন। সেই ৯০ দশক থেকে শুরু করে আজও তিনি এক ও অদ্বিতীয়। কোটি কোটি টাকার মালিক তিনি। তবে জানেন কি কেরিয়ারের শুরুতে মাত্র ১৫০০ টাকার বিনিময়ে কী করতে হয়েছিল তাঁকে? ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন ঐশ্বর্যা। সাফল্য কিন্তু আচমকাই তাঁকে ধরা দেয়নি। দীর্ঘ দিনের পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে করতে হয়েছে কঠোর অধ্যবসায়। যে সময় রাইসুন্দরী স্ট্রাগল করছেন সে সময় তাঁর কাছে আসে এক মডেলিংয়ের কন্ট্র্যাক্ট। এক জামাকাপড়ের দোকানের হয়ে মডেলিং করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন তেজস্বিনী কোহলাপুরে, সোনালী বেন্দ্রের মতো অভিনেত্রীরাও। তখনও অবশ্য বলিউডে পরিচিতি পাননি তাঁরা। ওই কাজের জন্যই ঐশ্বর্যাকে দেওয়া হয়েছিল মাত্র দেড় হাজার টাকা। ছবিগুলি এখনও নেটমাধ্যমে রয়েছে। দেখলে অভিনেত্রীকে চিনতেই পারবেন না!
এর পর কেটেছে বহুযুগ। দক্ষতার জোরে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিগত এক বছর ধরে অভিনেত্রীর বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় সামাজিক মাধ্যম। একের পর এক রটনা রটেছে তাঁকে ঘিরে। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।
এই মুহূর্তে প্যারিস ফ্যাশন উইকের মঞ্চ কাঁপাচ্ছেন তিনি। সেখানে তাঁর হাতে বিয়ের আংটি দেখে যদিও খানিক স্বস্তিতে ভক্তরা। সব যে এখনও শেষ হয়ে যায়নি, এই বার্তাই যেন মিলেছে ওই আংটির মধ্যে দিয়ে।





