মুম্বই ফিরলেন জুনিয়র বচ্চন ফ্যামিলি, আরাধ্যার হাত-ধরা নিয়ে ‘ট্রোলড’ হলেন ঐশ্বর্যা রাই বচ্চন

রণজিৎ দে |

Feb 17, 2021 | 2:29 PM

আরাধ্যার হাত ধরে ঐশ্বর্যা রাই বচ্চন মুম্বই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন।এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। আরাধ্যা এখন বড় হয়েছে। কিন্তু এখনও তাঁর হাত ধরে চলা নিয়ে নে়টিজেনদের কাছে 'ট্রোলড' হলেন ঐশ্বর্যা রাই বচ্চন।

Follow Us

গতকাল রাতেই মুম্বই এয়ারপোর্টে জুনিয়র বচ্চন ফ্যামিলিকে দেখা গিয়েছে। তাঁরা মুম্বই ফিরলেন। আরাধ্যার হাত ধরে ঐশ্বর্যা রাই বচ্চন মুম্বই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন।এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। একটা চেককাটা সাদা জামা,কালো জ্যাকেট আর জিন্স পরেছেন ঐশ্বর্যা। সঙ্গে ঢাউস একটা ব্যাগ। আরাধ্যাকেও মিষ্টি লাগছিল। কালো একটা ট্র্যাক প্যান্টস আর গোলাপি রঙের হুডি পরেছিল আরাধ্যা। অভিষেক বচ্চন অবশ্য অনেক বেশি ‘কুল’। তিনিও একটা গায়ে হুডি চড়িয়েছিলেন। তবে তিনজনের মুখেই মাস্ক।

রাধ্যার হাত যথারীতি ধরে আছেন ঐশ্বর্যা। আরাধ্যা এখন বড় হয়েছে। কিন্তু এখনও তাঁর হাত ধরে চলা নিয়ে নে়টিজেনদের কাছে ট্রোলড হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। একজন লিখেছেন “অবাক হচ্ছি,ঠিক কোন বয়সে আরাধ্যার হাত ছাড়বেন ঐশ্বর্যা?” আবার একজন লিখেছেন “ আরাধ্যা এখন যথেষ্ট বড় মেয়ে, ওঁকে একা হাঁটতে দিন। মেয়ের হাত ধরাটা ঐশ্বর্যার যেন একটা ‘অবসেশন’।” আরএকজন লিখেছেন “ খুবই ‘পজেসিভ’মা।”

ট্রোলিংয়ে ভেসে গিয়েছে কমেন্ট-বক্স

 

কোথা থেকে ফিরলেন জুনিয়র বচ্চন ফ্যামিলি? ইন্ডাস্ট্রি সূত্রে খবর হায়দ্রাবাদ থেকে ফিরলেন তাঁরা। হায়দ্রাবাদে পরিচালক মণি রত্নমের ‘পন্নিইন সেলভন’র শুটিং করতে গিয়েছিলেন ঐশ্বর্যা। সঙ্গে মেয়ে আরাধ্যাও ছিল। হায়দ্রাবাদে শুটিং চলাকালীনই অভিষেক বচ্চনের জন্মদিন পড়েছিল। মামেয়ে দু’জনেই চেয়েছিলেন জন্মদিনের রাতটা একসঙ্গে কাটাতে। অভিষেকও সেই অনুরোধ আর ফেলতে পারেননি। কোনও সন্দেহ নেই,জন্মদিনের রাতটা স্ত্রীমেয়ের সঙ্গে কাটানোর আনন্দই আলাদা। তাই অভিষেক জন্মদিনের সন্ধ্যের ফ্লাইটে সোজা উড়ে গিয়েছিলেন স্ত্রীমেয়ের কাছে। এতদিন ওখানেই ছিলেন জুনিয়র বচ্চন ফ্যামিলি

আরও পড়ুন :পুনম ধিলোঁর ছেলে আনমোলের বলি ডেবিউ, প্রথম ছবির আগে মা কী পরামর্শ দিলেন?

অভিষেকের ছুটি শেষ। ২২ ফ্রেব্রুয়ারি থেকে নতুন ছবির কাজ শুরু করছেন অভিষেক বচ্চন। একটি পলিটিক্যাল কমিডিতে দুনীর্তিগ্রস্থ মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।

গতকাল রাতেই মুম্বই এয়ারপোর্টে জুনিয়র বচ্চন ফ্যামিলিকে দেখা গিয়েছে। তাঁরা মুম্বই ফিরলেন। আরাধ্যার হাত ধরে ঐশ্বর্যা রাই বচ্চন মুম্বই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন।এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। একটা চেককাটা সাদা জামা,কালো জ্যাকেট আর জিন্স পরেছেন ঐশ্বর্যা। সঙ্গে ঢাউস একটা ব্যাগ। আরাধ্যাকেও মিষ্টি লাগছিল। কালো একটা ট্র্যাক প্যান্টস আর গোলাপি রঙের হুডি পরেছিল আরাধ্যা। অভিষেক বচ্চন অবশ্য অনেক বেশি ‘কুল’। তিনিও একটা গায়ে হুডি চড়িয়েছিলেন। তবে তিনজনের মুখেই মাস্ক।

রাধ্যার হাত যথারীতি ধরে আছেন ঐশ্বর্যা। আরাধ্যা এখন বড় হয়েছে। কিন্তু এখনও তাঁর হাত ধরে চলা নিয়ে নে়টিজেনদের কাছে ট্রোলড হলেন ঐশ্বর্যা রাই বচ্চন। একজন লিখেছেন “অবাক হচ্ছি,ঠিক কোন বয়সে আরাধ্যার হাত ছাড়বেন ঐশ্বর্যা?” আবার একজন লিখেছেন “ আরাধ্যা এখন যথেষ্ট বড় মেয়ে, ওঁকে একা হাঁটতে দিন। মেয়ের হাত ধরাটা ঐশ্বর্যার যেন একটা ‘অবসেশন’।” আরএকজন লিখেছেন “ খুবই ‘পজেসিভ’মা।”

ট্রোলিংয়ে ভেসে গিয়েছে কমেন্ট-বক্স

 

কোথা থেকে ফিরলেন জুনিয়র বচ্চন ফ্যামিলি? ইন্ডাস্ট্রি সূত্রে খবর হায়দ্রাবাদ থেকে ফিরলেন তাঁরা। হায়দ্রাবাদে পরিচালক মণি রত্নমের ‘পন্নিইন সেলভন’র শুটিং করতে গিয়েছিলেন ঐশ্বর্যা। সঙ্গে মেয়ে আরাধ্যাও ছিল। হায়দ্রাবাদে শুটিং চলাকালীনই অভিষেক বচ্চনের জন্মদিন পড়েছিল। মামেয়ে দু’জনেই চেয়েছিলেন জন্মদিনের রাতটা একসঙ্গে কাটাতে। অভিষেকও সেই অনুরোধ আর ফেলতে পারেননি। কোনও সন্দেহ নেই,জন্মদিনের রাতটা স্ত্রীমেয়ের সঙ্গে কাটানোর আনন্দই আলাদা। তাই অভিষেক জন্মদিনের সন্ধ্যের ফ্লাইটে সোজা উড়ে গিয়েছিলেন স্ত্রীমেয়ের কাছে। এতদিন ওখানেই ছিলেন জুনিয়র বচ্চন ফ্যামিলি

আরও পড়ুন :পুনম ধিলোঁর ছেলে আনমোলের বলি ডেবিউ, প্রথম ছবির আগে মা কী পরামর্শ দিলেন?

অভিষেকের ছুটি শেষ। ২২ ফ্রেব্রুয়ারি থেকে নতুন ছবির কাজ শুরু করছেন অভিষেক বচ্চন। একটি পলিটিক্যাল কমিডিতে দুনীর্তিগ্রস্থ মুখ্যমন্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি।

Next Article