বলিউডের অন্দরমহল নিয়ে এ কোন মন্তব্য করে বসেন ঐশ্বর্য?

ঐশ্বর্যের এই মন্তব্য মুহূর্তে সকলের নজর কাড়ে। বলিউডে ছকভাঙা কাজ করা কি তবে ন্যায় বিরুদ্ধ! উঠতে থাকে প্রশ্ন। সেই সময় নায়িকাকে হতে হয়েছিল চরম সমালোচিত। বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে এই একটাই অভিযোগ করেছিলেন ঐশ্বর্য। তাঁর কথায় এটা ভীষণ অপছন্দের ছিল।

বলিউডের অন্দরমহল নিয়ে এ কোন মন্তব্য করে বসেন ঐশ্বর্য?

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 21, 2025 | 4:28 PM

বলিউডের অন্দরমহলের নগ্ন ছবিটা সামনে তুলে ধরতে একাধিকবার তারকা পিছপা করেন না। বলিউড সুন্দরী ঐশ্বর্য রাইয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। একবার বলিউডের ‘কালচার’ নিয়ে কথা বলতে গিয়ে কী বলে বসেন ঐশ্বর্য? শুনলে রীতিমতো অবাক হবেন। তিনি সাফ জানিয়েছিলেন, বলিউডের অন্দরমহলে এক অদ্ভুত কালচার বর্তমান। এখানে সকলের মধ্যে ‘ক্র্যাব মেন্টালিটি’ দেখা যায়। একজন যদি ছক ভেঙে অন্য কিছু করতে চায় তবে বাকিরা তাঁকে আটকানোর চেষ্টা করে। নির্দেশ দেওয়া হয় সকলের সঙ্গে থাকতে। একই গোষ্ঠীর মধ্যে থেকে কাজটা করে যেতে।

ঐশ্বর্যের এই মন্তব্য মুহূর্তে সকলের নজর কাড়ে। বলিউডে ছকভাঙা কাজ করা কি তবে ন্যায় বিরুদ্ধ! উঠতে থাকে প্রশ্ন। সেই সময় নায়িকাকে হতে হয়েছিল চরম সমালোচিত। বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে এই একটাই অভিযোগ করেছিলেন ঐশ্বর্য। তাঁর কথায় এটা ভীষণ অপছন্দের ছিল।

কারণ এটা তাঁর প্রথম ছবি নয়, যে তাঁর ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি সাফ জানান যে ছবি ফ্লপ হওয়াটা নিয়ে তিনি ভাবেন না। তিনি এই ইন্ডাস্ট্রিতে থাকতে পেরে ভীষণ খুশি, এটাই তাঁর প্রাপ্তী। একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি বলিউডে। তবে কোথাও গিয়ে যেন একটা সময়ের পর বলিউড থেকে খানিকটা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। সন্তান হওয়ার পর নিয়েছিলেন বিরতি। তবে তারপর থেকে বাছাই করে কাজ করায় বিশ্বাসী ঐশ্বর্য রাই বচ্চন। যদিও সকলেই এখনও নায়িকার কামব্যাকের অপেক্ষায়।

যদিও বলিউডে কান পাতলে শোনা যায় বচ্চন পরিবারের একাধিক নিয়মের জন্যেই নাকি বলিউড থেকে সরে দাঁড়ান তিনি। তবে অভিষেক বচ্চন একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি চান ঐশ্বর্য ভাল ছবি করুক।