Relation: ‘ঈশ্বর তোমার মঙ্গল করুক’, অভিষেকের জন্মদিনে সম্পর্কের আসল সত্যি সামনে আনলেন ঐশ্বর্য
Bachchan Family: যদিও সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খুলতে রাজি নন তাঁরা। তবে তাঁদের ইঙ্গিতে স্পষ্টটা বুঝিয়ে দিতে সময় লাগে না। এবারও ঠিক তেমনটাই করলেন বচ্চন বধূ। স্বামী অভিষেক বচ্চনের জন্মদিনেই সম্পর্কের আসল সত্যি সামনে এনে ইতি টানলেন জল্পনার।

তাঁরা নাকি আলাদা হয়ে যাচ্ছেন। এমন একটি গুঞ্জন এক বছরেরও বেশি সময় ধরে রটেছে বলি অন্দরে। কিন্তু তা নিয়ে একবারের জন্যেও মুখ খোলেননি ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। এই গুঞ্জনের পরপরই তাঁদের নানা অনুষ্ঠান ও টকশোয়ের ভিডিয়ো ক্লিপিংস ভাইরাল হয়েছে নেটমহলে। কখনও সম্পর্কের খুনসুটি, কখনও আবার প্রকাশ্যে বিরক্তি, তাঁদের নিয়ে নানা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খুলতে রাজি নন তাঁরা। তবে তাঁদের ইঙ্গিতে স্পষ্টটা বুঝিয়ে দিতে সময় লাগে না। এবারও ঠিক তেমনটাই করলেন বচ্চন বধূ। স্বামী অভিষেক বচ্চনের জন্মদিনেই সম্পর্কের আসল সত্যি সামনে এনে ইতি টানলেন জল্পনার।
৫ ফেব্রুয়ারি অভিষেক বচ্চনের জন্মদিন। এই বিশেষ দিনে কাছের মানুষকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি। ছোট্ট অভিষেকের একটি ছবি সকলের সঙ্গে শেয়ার করে নেন ঐশ্বর্য। ক্যাপশনে লেখেন, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালবাসা। ঈশ্বর তোমার মঙ্গল করুক। আপ এই একটা পোস্টেই সবটা স্পষ্ট হয়ে গেল। ঐশ্বর্য রাই বচ্চন বুঝিয়ে দিলেন, যা রটে, তা সবক্ষেত্রে সত্যি নয়।
View this post on Instagram
সম্পর্কের বিবাদ নিয়ে আগেও মুখ খুলেছিলেন এই জুটি। কপিল শর্মার জনপ্রিয় টক শো ‘দ্য কপিল শর্মা শো’-এ বহুবার গিয়েছেন ঐশ্বর্য। একবার কপিল তাঁকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন, অভিষেকের সঙ্গে ঝগড়া হলে পরিস্থিতি কোন জায়গায় যায়? বিরাট সোফায় বসা সিধুর তৎক্ষণাৎ সংযোজন, “কী আবার হয়, অভিষেকই সরি বলেন!” এই উত্তর শুনে চুপ থাকতে পারেননি রাই সুন্দরী। বলেই বসেন, “আমিই সরি বলি প্রত্যেকবার এবং ঝামেলা মিটিয়ে নিই।” ফলে মিটমাট যে এবারও হয়ে গিয়েছে, তা ইঙ্গিতে বোঝাই যায়।





