গত কয়েক মাস ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাঁরা। তারকা দম্পতির নাকি ডিভোর্স হচ্ছে। কথা হচ্ছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের। গত কয়েক মাস ধরে বিস্তর আলোচনা চলছে তাঁদের টালমাটাল সম্পর্ক নিয়ে। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও কথা বললেনি নায়ক-নায়িকা কেউই। এরই মধ্য়ে আবারও ভাইরাল তাঁদের একটি ভিডিয়ো। এই ভিডিয়ো দেখে অনেকেই আঁচ করেছিলেন যে তাঁদের সম্পর্কে একটা দোটানা শুরু হয়েছে। তাঁদের মধ্যে ইগোর সমস্যাও রয়েছে।
তারকা দম্পতির দুজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব পাওয়ার পর থেকে আর ফিরে তাকাতে হয়নি ঐশ্বর্যকে। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। কিছু কিছু ক্ষেত্রে বলা হয়ে থাকে অভিনেত্রী তাঁর স্বামী অভিষেকের থেকেও সফল। বর্তমানে যদিও তাঁদের ডিভোর্স নিয়ে আলোচনা চলছে। এই ভিডিয়ো দেখার পর থেকে অনেকেই আঁচ করেছেন যে অনেক দিন আগেই তাঁদের সম্পর্কের ভাঙন শুরু হয়।
এই ভিডিয়োয় কী দেখা গিয়েছে? একটি অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছিলেন তারকা দম্পতি। সেখানে তাঁদের দেখেই ক্যামেরায় ছবি তুলতে শুরু করেন ছবি শিকারিরা। তাঁদের দুজনের ছবি তোলার পর নায়িকার একার ছবি তোলার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন সবাই। সেখানেই বাধে আসল সমস্যা। তাতেই বিরক্ত হন অভিষেক। স্ত্রী ঐশ্বর্যর সঙ্গে বাজে ব্যবহার করে চলে যান তিনি। খুবই অপ্রস্তুতে পড়েছিলেন রাইসুন্দরী। কিন্তু সে কথা কাউকেই বুঝতে দেননি অভিনেত্রী। উল্টে সামলে নিয়েছিলেন পরিস্থিতি। অনেকের ধারণা তখন থেকেই ভাঙন শুরু হয়েছিল তারকা দম্পতির মাঝে।