ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন, জুটিকে নিয়ে গত ২০ বছরে একাধিক জল্পনা উঠেছে তুঙ্গে। কখনও তাঁদের অসম বয়সের সম্পর্ক, কখনও আবার তাঁদের স্টারডার্ম ঘিরে নানা জল্পনা, অভিষেকের পাশে নাকি ঐশ্বর্য বেমানান, এমনই দাবি করেছিলেন একশ্রেণি। তবে শক্রর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করে চলেছেন তাঁরা। রয়েছে এক কন্যা সন্তানও। তবে বিচ্ছেদের জল্পনা থেকে মিলছে না নিস্তার। গত এক বছর ধরে শোনা যাচ্ছে তাঁরা নাকি এক সঙ্গে থাকছেন না। বিচ্ছেদের খবর সামনে আনতে চাইছেন না, মেয়ের কথা ভেবেই। এমনই সময় আচমকাই ভাইরাল ঐশ্বর্য রাই বচ্চনের আঙুলে আংটি। বিয়ের আংটি আগেই খুলেছিলেন অভিনেতা। যদিও সম্পর্ক আছে, ভাঙেনি, তা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন।
এমন অবস্থায় নতুন করে ঐশ্বর্যের আঙুলে আংটি ওঠায় একপ্রকার চমকে গেলেন সকলে। তবে কি নতুন সম্পর্কে জড়ালেন বচ্চন পরিবারের পুত্রবধূ? একেবারেই নয়। প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্য নিজের বিয়ের আংটি আরও একবার আঙুলে পরে নিলেন। যে ছবি দেখা মাত্রই খুশির মেজাজে ভক্তরা। অর্থাৎ ভাঙছে না সম্পর্ক। বরং যে আংটি বেশ কিছুদিন ধরে ঐশ্বর্য রাই বচ্চনের আঙুলে ছিল না, সেই আংটি দেখা যেতে ফিরল যেন স্বস্তি।
প্রসঙ্গত, বেশ কিছু মাস হয়ে গেল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনকে একসঙ্গে দেখা যাচ্ছে না বললেই চলে। বিভিন্ন ইভেন্টে আলাদাই দেখা যাচ্ছে তাঁদের। ফলে বিচ্ছেদের জল্পনা উস্কে গিয়েছিল, বর্তমানে ঐশ্বর্যের আঙুলে থাকা আংটি সব জল্পনাতেই পলকে জল ঢেলে আরও একবার প্রমাণ করল, তাঁরা দিব্যি আছেন।