তিলোত্তমার বিচার চেয়ে পথে ৪ সেপ্টেম্বর আবারও পথে নেমেছিলেন গোটা শহরবাসী। মিছিলের জমায়েতে শামিল হয়েছিলেন টলিপাড়ার অনেক শিল্পীরাই। এ দিন রাতে মোমবাতি হাতে পথে নামলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তিনিও তো এক মেয়ের বাবা। আরজি করের এই ভয়াবহ ঘটনা প্রভাব ফেলেছে তাঁর মনেও। বুধবার রাতে মোমবাতি হাতে ‘জাস্টিস অফ আরজি কর’ স্লোগান তুলে পথে হাঁটলেন পণ্ডিতজি। তাঁর যেমন একটি কন্যা সন্তান রয়েছে।
তেমনই কত মেয়েদের গুরু তিনি। সকলের জন্য তাঁর এই প্রতিবাদ মিছিলে এসে দাঁড়ানো। বয়স তাঁর ৭০ পার করেছে। কিন্তু তাতে কী! প্রতিবাদ মিছিলে সরব শিল্পী। কয়েক মাস আগে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। নিজের শারীরিক অবস্থার কথা না ভেবে স্বর তুললেন পণ্ডিতজি। দু’বারও ভাবেননি নিজের শরীরের কথা। এ দিন ব়্যালিতে অংশ নেন শিল্পীর ছেলে অঞ্জন চক্রবর্তী। ভিড়ের সঙ্গে মিশে গেলেন অজয়। সুর চড়ালেন,”উই ওয়ান্ট জাস্টিস…।”
উল্লেখ্য, কিছু দিন আগে সঙ্গীতশিল্পীদের মিছিলে পথে নেমেছিলেন পণ্ডিতজির মেয়ে কৌশিকী চক্রবর্তী। সেই প্রতিবাদ মিছিল নিয়েও বিতর্ক তৈরি হয়। কয়েক জন শিল্পীকে দেখা যায় নিজেদের মধ্যে কথা বলছেন, এমনকি কোনও কথায় হেসেও ফেলছেন। তা দেখেই শুরু হয় সমালোচনা। শুধু নেটাগরিকেরা নন, টলিপাড়ার শিল্পীদের একাংশও শামিল এই সমালোচনায়। এরই পাশাপাশি সমালোচনা তৈরি হয় কৌশিকীর সাজপোশাক, কানের দুল নিয়ে। এ প্রসঙ্গে তিনি অবশ্য চুপ থাকেননি শিল্পী। তীব্র বিরোধিতা করেন এই সমালোচনার।