২৪ বছরের ছোট নায়িকার সঙ্গে ‘প প’ নাচ, কাঞ্চনের সঙ্গে অজয়ের তুলনা

বলিউডের নায়করা বছর ২০ বা বছর ২৫-এর কম বয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে দ্বিধাবোধ করছেন না, এ নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। যেমন রণবীর সিংয়ের নতুন একটা ছবিতে তাঁর নায়িকার বয়স, রণবীরের বয়সের প্রায় অর্ধেক। অজয় দেবগণ আবার নায়িকার সঙ্গে 'প প' গানে অদ্ভুত নাচ করেছেন।

২৪ বছরের ছোট নায়িকার সঙ্গে প প নাচ, কাঞ্চনের সঙ্গে অজয়ের তুলনা

| Edited By: Bhaswati Ghosh

Jul 19, 2025 | 8:29 AM

২০১২ সালে মুক্তি পেয়েছিল অজয় দেবগণ অভিনীত ‘সন অফ সর্দার’। আগামী সপ্তাহে মুক্তি পাবে সেই ছবির সিক্যোয়েল ‘সন অফ সর্দার টু’। ছবিতে অজয় দেবগণের নায়িকা হয়েছেন ম্রুণাল ঠাকুর। নায়িকার বয়স এখন ৩২। এদিকে অজয় দেবগণ পৌঁছে গিয়েছেন ৫৬ বছর বয়সে। মানে নায়িকার সঙ্গে এই ছবির নায়কের বয়সের ফারাক ২৪ বছর।

বলিউডের নায়করা বছর ২০ বা বছর ২৫-এর কম বয়সী নায়িকাদের সঙ্গে রোম্যান্স করতে দ্বিধাবোধ করছেন না, এ নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। যেমন রণবীর সিংয়ের নতুন একটা ছবিতে তাঁর নায়িকার বয়স, রণবীরের বয়সের প্রায় অর্ধেক। অজয় দেবগণ আবার নায়িকার সঙ্গে ‘প প’ গানে অদ্ভুত নাচ করেছেন। যেভাবে এই নাচের কোরিওগ্রাফি করা হয়েছে, তা দেখে হতবাক কিছু নেটিজেন। নিজে হাতে নিজের গাল টেপার স্টেপ রয়েছে এই নাচে।

একজন নেটিজেন লিখেছেন, ”অজয় দেবগণ ট্রোলিং ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় এই নাচ নিয়ে এমন নেগেটিভ আলোচনা হবে যে, নায়কের ছবির প্রচার হয়ে যাবে, সেটা মনে হয় বুঝেছেন।” এমনকী অজয়ের মেয়ে নাইসা, তাঁর বন্ধু ওরির সঙ্গে এই ছবির নাচের একটা স্টেপ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে তাঁরা এমন এক্সপ্রেশন দিয়েছেন যে, বোঝা যাচ্ছে মজা করছেন।

তবে এই ছবি নিয়ে বাঙালিরা যেসব মন্তব্য করেছেন, তা দেখার মতো। একজন নেটিজেন লিখেছেন, ”কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের বয়সের ফারাক ২০ বছরের বেশি। ওঁরা যেভাবে রোম্যান্স করেন, তা টিনএজার কাপলদেরও হার মানাবে। এমন হতেই পারে, অজয় কাঞ্চনকে দেখে অনুপ্রাণিত হয়েছেন। সেই কারণে এবার ম্রুণালের মতো কম বয়সী নায়িকাদের সঙ্গেই রোম্যান্স করবেন বড়পর্দায়।”