অজয় দেবগণ অভিনীত স্পোর্ট্স ড্রামা ছবি ‘ময়দান’-এর চতুর্থ শুটিং শিডিউল শুরু হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। সেন্ট্রাল মুম্বইয়ের পোয়াইয়ে ছবির শুটিং শুরু হবে আগামীকাল। নির্মাতারা ছবির অর্ধেক অংশেরও বেশি শুটিং শেষ করে ফেলেচে তবে বাকি অংশ টানা শুটিং হবে বলে জানা গিয়েছে। এপ্রিল মাসের শেষ অবধি চলবে ‘ময়দান’-এর শুটিং।
আরও পড়ুন ‘হট লুকসের দেবতা’! মিলিন্দের পোস্ট করা নতুন ছবিতে উপচে পড়ছে লাইকের বহর
ফুটবল কোচিং, কোরিওগ্রাফি এবং শরীরচর্চার ক্যাম্পের অনুশীলন চলেছে বিগত দু’মাস। অভিনেতারা দিনরাত চালিয়েছেন প্র্যাকটিস। আগামীকাল অজয় দেবগণের অভিনীত চরিত্রের শুটিং হবে এবং তা শেষ করে একটা বিরতি নিয়ে অজয় আবার শুটিং সেটে ফিরবেন ১০ মার্চ। মাঢ আইল্যান্ডে চলবে ছবির ফুটবল সিকোয়েন্সের শুট।
প্রোডাকশন তরফ থেকে জানানো হয়েছে যে তারা যাবতীয় সুরক্ষা ব্যবস্থা এবং সাবধানতা অবলম্বন করছে। গোটা লকডাউন পিরিয়ডে বিভিন্ন দেশে ছবির ভিএফএক্স নিয়ে কাজ হয়েছে।
ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের গল্প বলবে ‘ময়দান’। গত বছরের জানুয়ারিতে অজয় দেবগন ‘ময়দান’ পোস্টারের প্রথম লুক শেয়ার করেছিলেন। ক্যাপশন দিয়েছিলেন, ‘ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের গল্প এটি এবং তার সবচেয়ে বড় ও সফলতম কোচের গল্প।’ তিনি আরও একটি পোস্টারে নিজের লুক শেয়ার করে লেখেন, ‘পরিববর্তন আনার হলে তা একাই করা যায়’।
ভারতীয় ফুটবলের জনক সইদ আবদুল রহিমের ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগণ। বধাই হো খ্যাত পরিচালক অমিত শর্মা এই ছবিরও পরিচালক এবং প্রযোজক হিসাবে রয়েছেন জি স্টুডিওস, বনি কাপুর, আকাশ চাওলা ও অরুনাভ জয় সেনগুপ্ত। সবকিছু ঠিকঠাক চললে ১৫ অক্টোবর ২০২১-এ রিলিজ হবে ‘ময়দান’।