AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হট লুকসের দেবতা’! মিলিন্দের পোস্ট করা নতুন ছবিতে উপচে পড়ছে লাইকের বহর

বেশ কিছুদিন আগে জন্মদিনে নগ্ন হয়ে দৌড়িয়েছিলেন মিলিন্দ। তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে মিলিন্দ বলেন, “আমি জানি না কেন, এটা এমন যেন কোনওদিন কোনও মানুষ কাউকে নগ্ন দেখেননি, এটা পাগলামো!”

‘হট লুকসের দেবতা’! মিলিন্দের পোস্ট করা নতুন ছবিতে উপচে পড়ছে লাইকের বহর
মিলিন্দ।
| Updated on: Feb 13, 2021 | 12:18 PM
Share

মিলিন্দ সোমন। বয়স পঞ্চান্ন। মডেল-অভিনেতা মিলিন্দের শরীর-মনে বয়সের ছাপ কোত্থাও নেই। এখনও ফিটনেসে তিনি তাবড় তাবড় অভিনেতাদের টেক্কা দিতে পারেন।

আরও পড়ুন ধার করে প্রেমিকাকে গিফট দিয়ে জুতোপেটা খেয়েছিলাম: পুলকিত

কখনও বিতর্কিত পোস্টে জড়িয়ে পড়েছেন তো কখনও শুনতে হয়েছে ‘হাঁটুর বয়সী’ প্রেমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে কুমন্তব্য। কিন্তু তিনি ক্ষান্ত হন না। একের পর এক ফিটনেস ভিডিও পোস্ট করেছেন তো কখনও নগ্ন হয়ে গোয়া বিচে তো কখনও ধুতি পরে হাতে জাতীয় পতাকা নিয়ে গুয়াহাটিতে দৌড়েছেন মিলিন্দ। তিনি যা-ই করুন না কেন তাঁর ইনস্টা পোস্টের দিকে সবসময় তাকিয়ে থাকে নেটিজেন।

আজ আবার মিলিন্দ এক ছবি পোস্ট করেন। এবং তাঁর হ্যান্ডসাম লুকে মুগ্ধ হয়ে যায় নেটিজেন। কমেন্টবক্সে একের পর এক মন্তব্য। সল্ট অ্যান্জড পেপার লুকে মিলিন্দ। হালকা দাড়ি, ঠিক থুতনিতে। আর কাঁচাপাকা গোঁফ। ব্লু টিশার্ট পরে রয়েছেন মিলিন্দ।  ক্যাপশানে লেখা, ‘আমি জানি না শ্রীরাম রাজাসেকরণ এ ছবির সঙ্গে কী করেছে, তবে আমার পছন্দ হয়েছে।’

শুধু তাঁর নয় ফ্যানকূলেরও পছন্দ হয়েছে মিলিন্দের নতুন ছবিটি। কমেন্টে কেউ লিখছেন, ‘আপনি কে…হট লুকসের দেবতা।’ আরেকজন লিখেছেন, ‘সুপার্ব, এই লুক অনেকের জীবন নিয়ে নিতে পারে।’

বেশ কিছুদিন আগে জন্মদিনে নগ্ন হয়ে দৌড়িয়েছিলেন মিলিন্দ। তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে মিলিন্দ বলেন, “আমি জানি না কেন, এটা এমন যেন কোনওদিন কোনও মানুষ কাউকে নগ্ন দেখেননি, এটা পাগলামো!”

‘পৌরুষপুর’ নামে এক ওয়েব শো-তে অভিনয় করছেন মিলিন্দ। শো-তে তাঁর সঙ্গে রয়েছেন অন্নু কাপুর এবং শিল্পা শিন্ডে।