BSF Nutralized Bangladeshi: পরপর চলল গুলি! তপ্ত বাংলাদেশ, সীমান্ত ‘ঠান্ডা’ করল বিএসএফ
Bangladesh Unrest: বাংলাদেশ অশান্ত হতেই এই দুই অনুপ্রবেশকারী যেন পায়ে বল পেয়েছে। দলবল নিয়ে সীমান্তের কাছে হাজির হয় তাঁরা। বন্দুক হাতেই কর্তব্যরত সীমান্তরক্ষীদের হুমকি-হুঁশিয়ারি দেয়। চেষ্টা করে অনুপ্রবেশেরও। সেই সময় বাধা দেয় বিএসএফ। তারপরই চড়ে বাগবিতণ্ডা। আরও দলবল টেনে বন্দুক-লাঠি নিয়ে হুমকি দিতে থাকে ওই অনুপ্রবেশকারীরা। এরপর পরিস্থিতি 'ঠান্ডা' করতে গুলি চালায় বিএসএফ।

নয়াদিল্লি: অশান্ত বাংলাদেশ। এই আবহে সর্বক্ষণ কড়া নজর রয়েছে সীমান্তে। কারণ, যত তপ্ত হয়েছে পদ্মাপাড়, ততই আঁচ এসে পড়েছে ভারতের উপর। সীমান্ত দিয়েই অনুপ্রবেশের ছক কষেছে উগ্রপন্থীরা। এই আবহে সীমান্তে বিরাট কাণ্ড। বিএসএফ-এর সটান গুলিতে খতম দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী।
মেঘালয় এবং বাংলাদেশের সিলেট সীমান্তের কাছে ১২৬০ পিলার লাগোয়া পাড়াইহাট অংশে ঘটনাটি ঘটেছে। নিহত দুই অনুপ্রবেশকারীর নাম আশিকুর এবং মোশাইদ। এরা নতুন মুখ নয় সূত্রের খবর, ওই অংশে কর্তব্যরত সীমন্তরক্ষীরা এই দু’জনকে অনেক আগে থেকেই চেনেন। নানা ছলে-বলে এবং কৌশলে এরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বারংবার ব্য়র্থ হয়ে পালিয়েও গিয়েছে। শনিবারের ছকটা একটু অন্যরকম ছিল।
বাংলাদেশ অশান্ত হতেই এই দুই অনুপ্রবেশকারী যেন পায়ে বল পেয়েছে। দলবল নিয়ে সীমান্তের কাছে হাজির হয় তাঁরা। বন্দুক হাতেই কর্তব্যরত সীমান্তরক্ষীদের হুমকি-হুঁশিয়ারি দেয়। চেষ্টা করে অনুপ্রবেশেরও। সেই সময় বাধা দেয় বিএসএফ। তারপরই চড়ে বাগবিতণ্ডা। আরও দলবল টেনে বন্দুক-লাঠি নিয়ে হুমকি দিতে থাকে ওই অনুপ্রবেশকারীরা। এরপর পরিস্থিতি ‘ঠান্ডা’ করতে গুলি চালায় বিএসএফ। বাকিরা পালিয়ে যায়। শুধু গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় ওই দুই অনুপ্রবেশকারীর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই আশিকুর এবং মোশাইদ নানা অপরাধ মূলক কাজ কর্মের সঙ্গে জড়িত ছিল। বাংলাদেশের অন্দরে একাধিক জঙ্গি গোষ্ঠীর নেতা-কমান্ডদের সঙ্গে ওঠা-বসা ছিল তাঁদের। নাশকতা ছক কষার চেষ্টা করেছে এই পাড়েও। তবে এই নিয়ে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানায়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
