শাহরুখ-সলমনের বাড়িতে রেইড হলে কী করবেন অজয়?

প্রথম ছবিতে ইলিয়ানা ডিক্রুজ কাজ করেছিলেন। এবার তাঁর পরিবর্তে বাণী কাপুরকে কাস্ট করা নিয়েও প্রশ্ন উঠছে প্রশ্ন। তার উত্তরে অজয় বলেন, “হ্যাঁ, পরিবর্তন হয়েছে, তবে চরিত্র বদলাতেই পারে। যেমন হলিউডে শন কনরি এখন আর জেমস বন্ড নন, চরিত্রটাই বড় কথা।”

শাহরুখ-সলমনের বাড়িতে রেইড হলে কী করবেন অজয়?

| Edited By: জয়িতা চন্দ্র

Apr 10, 2025 | 1:20 PM

বর্তমানে বলিউডের অন্দর মহলে চর্চার কেন্দ্রে একটাই ছবি, আর তা হল রেইড ২। সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দর্শক ও সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যায় অজয় দেবগনকে। ২০১৮ সালের জনপ্রিয় ছবি রেইড-এর সিকুয়েল এই ছবিতে আবারও এক সৎ-আয়কর অফিসারের ভূমিকায় দেখা যাবে অজয়কে। ছবিতে এবার তাঁর মুখোমুখি হবেন এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, যে চরিত্রে রয়েছেন রীতেশ দেশমুখ। ছবির অপর এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বাণী কাপুরকেও।

সেই অনুষ্ঠানের মাঝেই এক দর্শকের মজার প্রশ্নে হাসির ফোয়ারা বয়ে যায়। জানেন কি ছিল সেই প্রশ্ন? —“আপনি যদি সলমন খান বা শাহরুখ খানের বাড়িতে রেইড করতে যান, তবে আপনার রিয়্যাকশন কী হবে?” অজয় যদিও থেমে থাকার মানুষ নন। তিনি পাল্টা মজা করে উত্তর দেন, “আমি তো ছবিতে অফিসার, বাস্তবে না। তাই আমি ওদের বাড়ি যাচ্ছি না, ওরাও আমার বাড়ি আসছে না। তাই কী ম্যানেজ করব, সেটা জানি না। যদি ওদের বাড়িতে রেইড হয়, আমি আমার বাড়িতেই থাকব।”

এই উত্তরেই হেসে ওঠে গোটা অডিয়েন্স, আর অজয়ের রসিকতার প্রশংসায় মাতেন সকলে। ছবির প্রসঙ্গে অজয় বলেন, “মানুষ এখনও সিনেমা হলে আসে। ট্রেলার বা গান দারুণ হলে তাঁরা ছবি দেখেন। যদিও শেষমেশ সব নির্ভর করে, তাঁরা কী দেখতে চায় তার ওপর।”

যদিও প্রথম ছবিতে ইলিয়ানা ডিক্রুজ কাজ করেছিলেন। এবার তাঁর পরিবর্তে বাণী কাপুরকে কাস্ট করা নিয়েও প্রশ্ন উঠছে প্রশ্ন। তার উত্তরে অজয় বলেন, “হ্যাঁ, পরিবর্তন হয়েছে, তবে চরিত্র বদলাতেই পারে। যেমন হলিউডে শন কনরি এখন আর জেমস বন্ড নন, চরিত্রটাই বড় কথা।” ‘রেইড ২’ ছবির পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত। ছবির মুক্তি আগামী ১ মে, ২০২৫-এ।