Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অক্ষরা? পবন সিং-এর স্ত্রীর দাবিতে যা বললেন ভোজপুরী স্টার

Akshara Singh: ২০১৮ সাল থেকে তিনি এই বিষয়টার সঙ্গে বিন্দুমাত্র যুক্ত নন। তিনি সরে এসেছেন সকলের কাছ থেকে। তাও যদি কেউ তাঁর কাছে যেতে চায়, যোগাযোগ করতে চায়, সকলের জন্য তাঁর দরজা খোলা রয়েছে। কিন্তু কেউ যদি না আসে, তবে তাঁর উদ্দেশে তাঁর একটাই কথা বলার 'নমস্তে ব্রাদার'।

| Updated on: Mar 05, 2024 | 4:59 PM
জ্যোতি সিং, পবন সিং-এর দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি তিনি অক্ষরার সঙ্গে পবনের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করেছেন। ২০১৯ সালে পবনকে আটক করা হয় একাধিক অভিযোগে। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ ওঠে, যেখানে অক্ষরার সঙ্গে একাধিক পোজ় হয় ভাইরাল।

জ্যোতি সিং, পবন সিং-এর দ্বিতীয় স্ত্রী। সম্প্রতি তিনি অক্ষরার সঙ্গে পবনের সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করেছেন। ২০১৯ সালে পবনকে আটক করা হয় একাধিক অভিযোগে। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগ ওঠে, যেখানে অক্ষরার সঙ্গে একাধিক পোজ় হয় ভাইরাল।

1 / 11
যদিও অক্ষরা জানিয়েছিলেন, তিনি এই সম্পর্কতে ইতি টেনেছিলেন, যখন তিনি জানতে পারেন পবন সিং বিয়ে করছেন। তবে পবন সিং মোটেও বিষয়টাকে মেটাতে রাজি ছিলেন না বলেই তিনি জানিয়েছিলেন। তিনি উল্টে অক্ষরার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।

যদিও অক্ষরা জানিয়েছিলেন, তিনি এই সম্পর্কতে ইতি টেনেছিলেন, যখন তিনি জানতে পারেন পবন সিং বিয়ে করছেন। তবে পবন সিং মোটেও বিষয়টাকে মেটাতে রাজি ছিলেন না বলেই তিনি জানিয়েছিলেন। তিনি উল্টে অক্ষরার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।

2 / 11
এরপর জ্যোতি আরও জানান, অক্ষরাকে বিয়ে করেন পবন সিং। তারপর টানা তিন মাস বাড়িতে ফেরেননি। কারণ অক্ষরা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আর এই কথাগুলো আমায় পবন বলেছেন। আমার কাছে সব রেকর্ডিং রয়েছে।

এরপর জ্যোতি আরও জানান, অক্ষরাকে বিয়ে করেন পবন সিং। তারপর টানা তিন মাস বাড়িতে ফেরেননি। কারণ অক্ষরা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আর এই কথাগুলো আমায় পবন বলেছেন। আমার কাছে সব রেকর্ডিং রয়েছে।

3 / 11
ভোজপুরী গায়ক তথা অভিনেতা পবন সিং একটা সময় ভোজপুরী দাপুটে অভিনেত্রী অক্ষরা সিং-এর সঙ্গে সম্পর্কে ছিলেন বলেই খবর। তবে তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি ইন্ডাস্ট্রিতে। যদিও অক্ষরা বরাবরই এই প্রসঙ্গে চুপ থাকতেই বেশি পছন্দ করেছেন।

ভোজপুরী গায়ক তথা অভিনেতা পবন সিং একটা সময় ভোজপুরী দাপুটে অভিনেত্রী অক্ষরা সিং-এর সঙ্গে সম্পর্কে ছিলেন বলেই খবর। তবে তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি ইন্ডাস্ট্রিতে। যদিও অক্ষরা বরাবরই এই প্রসঙ্গে চুপ থাকতেই বেশি পছন্দ করেছেন।

4 / 11
সম্প্রতি যদিও তিনি এই প্রসঙ্গে উত্তর দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ একটাই, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করতে দেখা যায় তাঁকে।

সম্প্রতি যদিও তিনি এই প্রসঙ্গে উত্তর দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ একটাই, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন বলে দাবি করতে দেখা যায় তাঁকে।

5 / 11
পবন সিং-এর স্ত্রী জ্যোতি সিং দাবি করেছিলেন, পবন সিং বিবাহিত জেনেও তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষরা। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, তাঁদের নাকি সন্তানও এসে গিয়েছিল। অর্থাৎ অক্ষরা নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন।

পবন সিং-এর স্ত্রী জ্যোতি সিং দাবি করেছিলেন, পবন সিং বিবাহিত জেনেও তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অক্ষরা। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, তাঁদের নাকি সন্তানও এসে গিয়েছিল। অর্থাৎ অক্ষরা নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন।

6 / 11
যদিও জ্যোতির কথায়, অক্ষরাকে সেই সন্তান নেওয়ার অনুমতি দেননি পবন সিং। দীর্ঘ দিনের এই অভিযোগ প্রসঙ্গে অবশেষে মুখ খোলার সিদ্ধান্ত নেন অক্ষরা। আজতক-এর একটা রিপোর্ট অনুযায়ী সম্প্রতি এই প্রসঙ্গে কড়া জবাব দিয়েছেন ভোজপুরী দাপুটে অভিনেত্রী।

যদিও জ্যোতির কথায়, অক্ষরাকে সেই সন্তান নেওয়ার অনুমতি দেননি পবন সিং। দীর্ঘ দিনের এই অভিযোগ প্রসঙ্গে অবশেষে মুখ খোলার সিদ্ধান্ত নেন অক্ষরা। আজতক-এর একটা রিপোর্ট অনুযায়ী সম্প্রতি এই প্রসঙ্গে কড়া জবাব দিয়েছেন ভোজপুরী দাপুটে অভিনেত্রী।

7 / 11
তিনি বলেন, 'আমি বলছি যে এটা তাঁর স্ত্রী দাবি করছেন। কিন্তু আমার কি এটা নিয়ে কথা বলা উচিত? এটা একটা মেয়ের প্রসঙ্গে বলা হচ্ছে। আমি চুপ ছিলাম কারণ এটা মহিলাগত বিষয়। কিন্তু এবার আমি এটা নিয়ে বলতে চাই কারণ কিছুদিন আগে একটা ঘটনা ঘটে।'

তিনি বলেন, 'আমি বলছি যে এটা তাঁর স্ত্রী দাবি করছেন। কিন্তু আমার কি এটা নিয়ে কথা বলা উচিত? এটা একটা মেয়ের প্রসঙ্গে বলা হচ্ছে। আমি চুপ ছিলাম কারণ এটা মহিলাগত বিষয়। কিন্তু এবার আমি এটা নিয়ে বলতে চাই কারণ কিছুদিন আগে একটা ঘটনা ঘটে।'

8 / 11
অভিনেত্রী জানান, 'আমি একটা ফোন পাই, জ্যোতি সিং-এর তরফ থেকে। তখন আমি ওর সঙ্গে কথা বললাম, আর ও আমায় কেঁদে কেঁদে সবটা জানাল। ওর সঙ্গে কী হয়েছে, ওর ওপর দিয়ে কী বয়ে গিয়েছে, সেটা প্রসঙ্গে আমায় জানাল। আমি সেটা অনুভব করতে পারি, কারণ এটা আমার সঙ্গেও হয়েছে। আমার সত্যি খুব খারাপ লাগছে।'

অভিনেত্রী জানান, 'আমি একটা ফোন পাই, জ্যোতি সিং-এর তরফ থেকে। তখন আমি ওর সঙ্গে কথা বললাম, আর ও আমায় কেঁদে কেঁদে সবটা জানাল। ওর সঙ্গে কী হয়েছে, ওর ওপর দিয়ে কী বয়ে গিয়েছে, সেটা প্রসঙ্গে আমায় জানাল। আমি সেটা অনুভব করতে পারি, কারণ এটা আমার সঙ্গেও হয়েছে। আমার সত্যি খুব খারাপ লাগছে।'

9 / 11
এরপর অক্ষরা বলে চলেন, 'আমি জানি না কীভাবে এই ফোন রেকর্ড ছড়িয়ে পড়ল। সেই সময় আমার ফোনে একটা রেকর্ডিং  ছিল। এবং অভিযোগ তোলা হয় আমি সেই রেকর্ডিং ছড়িয়ে দিয়েছি।'

এরপর অক্ষরা বলে চলেন, 'আমি জানি না কীভাবে এই ফোন রেকর্ড ছড়িয়ে পড়ল। সেই সময় আমার ফোনে একটা রেকর্ডিং ছিল। এবং অভিযোগ তোলা হয় আমি সেই রেকর্ডিং ছড়িয়ে দিয়েছি।'

10 / 11
তবে অক্ষরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ২০১৮ সাল থেকে তিনি এই বিষয়টার সঙ্গে বিন্দুমাত্র যুক্ত নন। তিনি সরে এসেছেন সকলের কাছ থেকে। তাও যদি কেউ তাঁর কাছে যেতে চায়, যোগাযোগ করতে চায়, সকলের জন্য তাঁর দরজা খোলা রয়েছে। কিন্তু কেউ যদি না আসে, তবে তাঁর উদ্দেশে তাঁর একটাই কথা বলার 'নমস্তে ব্রাদার'।

তবে অক্ষরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ২০১৮ সাল থেকে তিনি এই বিষয়টার সঙ্গে বিন্দুমাত্র যুক্ত নন। তিনি সরে এসেছেন সকলের কাছ থেকে। তাও যদি কেউ তাঁর কাছে যেতে চায়, যোগাযোগ করতে চায়, সকলের জন্য তাঁর দরজা খোলা রয়েছে। কিন্তু কেউ যদি না আসে, তবে তাঁর উদ্দেশে তাঁর একটাই কথা বলার 'নমস্তে ব্রাদার'।

11 / 11
Follow Us: