AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাগ্যে ছিল এই! অম্বানির বৌভাতে গিয়ে ‘অপমানিত’ অক্ষয় কুমার

গত ১২ জুলাই বিয়ে করেছেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট। হাজির ছিলেন দেশ-বিদেশের নামীদামী ব্যক্তিত্বরা। টলিউডের চেনা মুখদেরও সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল। এঁদের মধ্যে ছিলেন নুসরত জাহান থেকে শুরু করে যশ দাশগপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্রসহ অন্যান্য।

ভাগ্যে ছিল এই! অম্বানির বৌভাতে গিয়ে 'অপমানিত' অক্ষয় কুমার
| Updated on: Jul 17, 2024 | 6:58 PM
Share

এমনটা যে অক্ষয় কুমার করতে পারেন এ যাবৎ ধারণা করতে পারেননি কেউই। তবে তিনি ‘খিলাড়ি কুমার’, তাই কিছুই তাঁর পক্ষে অসম্ভব নয়। তাই দিন দুয়েক আগে অক্ষয় কুমার যখন অম্বানির ছেলের রিসেপশনে স্ত্রী টুইঙ্কল খান্নাকে নিয়ে হাজির হন তখন সবাই চমকে গিয়েছিলেন। সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই একজোট হয়ে নেটিজেনরা লিখেছিলেন, ‘এটা কেন করলেন আপনি?” কী এমন করেছেন যে অক্ষয়কে নিয়ে চতুর্দিকে হইচই?

কিছু দিন আগেই সামাজিক মাধ্যমে অক্ষয় কুমার জানিয়েছিলেন তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। নিভৃতবাসে রয়েছেন, সে কথাও জানিয়েছিলেন অকপটেই। অম্বানিদের বিয়েতে তাঁকে দেখা যায়নি। কিন্তু রিসেপশনে তিনি সটান হাজির। নেটিজেনদের প্রশ্ন, “এরই মধ্যে কোভিড সেরে গেল?” সামাজিক মাধ্যমে জুটেছে চরম অপমান। সবারই এক বক্তব্য, ‘কেন এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন আপনি?” জানিয়ে রাখা যাক, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেননি অভিনেতা। অক্ষয়ের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে কোভিড নেগেটিভ হয়েই রিসেপশনে এসেছেন অভিনেতা। ব্যবহার করেননি মাস্কও। কোভিডের ভয়াবহতা এখন আগের চেয়ে অনেকটাই কম, তাই অক্ষয়েরও সেরে উঠতে বেশি সময় লাগেনি।

গত ১২ জুলাই বিয়ে করেছেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্ট। হাজির ছিলেন দেশ-বিদেশের নামীদামী ব্যক্তিত্বরা। টলিউডের চেনা মুখদেরও সেই অনুষ্ঠানে দেখা গিয়েছিল। এঁদের মধ্যে ছিলেন নুসরত জাহান থেকে শুরু করে যশ দাশগপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, রুক্মিণী মৈত্রসহ অন্যান্য।