Akshay Kumar: ‘২১ হয়ে গেল, এখন সব কিছু করতে পারবে’, ছেলেকে এ কেমন শুভেচ্ছা অক্ষয়ের!

Akshay Kumar: আরভ কুমারকে চেনেন? সম্পর্কে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ছেলে তিনি। আজ তাঁর জন্মদিন। ২১ বছর পূর্ণ করলেন আরভ।

Akshay Kumar: ২১ হয়ে গেল, এখন সব কিছু করতে পারবে, ছেলেকে এ কেমন শুভেচ্ছা অক্ষয়ের!
ছেলেকে এ কেমন শুভেচ্ছা অক্ষয়ের!

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 15, 2023 | 6:01 PM

আরভ কুমারকে চেনেন? সম্পর্কে অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ছেলে তিনি। আজ তাঁর জন্মদিন। ২১ বছর পূর্ণ করলেন আরভ। জন্মদিনে ছেলেকে বাবা শুভেচ্ছা জানাবেন, ডিজিটাল যুগে এটাই দস্তুর। অক্ষয়ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর একমাত্র ছেলেকে। তবে যে রসিকতা করেছেন পোস্ট তা দেখে নেটিজেনদের একটা বড় অংশ রীতিমতো হতবাক! প্রথমেই ছেলেকে সম্বোধন করেছেন ‘ইংরেজের ছেলে’ বলে। আরভের নীল চোখ, টিকালো নাকের কারণেই কি বাবার এ হেন ডাক?

এর পরেই অক্ষয় লেখেন, “আজ কেকের উপর তোমার মোমবাতির সংখ্যা ২১ হবে। কিন্তু আমার কাছে তুমি সেই ছোট্ট বাচ্চাটিই আজীবন রয়ে যাবে যে আমার কোলে উঠে আজীবন নাচানাচি করত। দিনটাকে উদযাপন করো। আজ থেকে তুমি আইনত সব কিছু করতে পারবে। তুমি হয়তো ইতিমধ্যেই তা শুরু করে দিয়েছ। ভালবাসি অনেকটা। ইতি তোমার গর্বিত বাবা।” এর পরেই নেটিজেনদের চোখে ‘কুল ড্যাড’-এর আখ্যা পেয়েছেন অক্ষয়। অনেকেরই আফসোস, ‘ইস আমার বাবা যদি আপনার মতো হতেন’। ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন মা টুইঙ্কলও। তবে তাতে বাবার মতো রসিকতা নেই। রয়েছে অপত্য স্নেহ ও আগামীর শুভেচ্ছা।