ফের করোনার থাবা, অক্ষয় কুমারের ‘বেলবটম’ রিলিজ করবে ওটিটিতেই

রণজিৎ দে |

Apr 30, 2021 | 12:14 PM

ঠিক ছিল ২৮ মে সিনেমা হলেই রিলিজ করবে ‘বেলবটম’। কিন্তু করোনা সব পরিকল্পনায় জল ঢেলেছে। প্রযোজক ফের ওটিটিতেই ছবি রিলিজ করার প্ল্যান করেছেন।

ফের করোনার থাবা, অক্ষয় কুমারের ‘বেলবটম’ রিলিজ করবে ওটিটিতেই
'বেলবটম' ছবির পোস্টার

Follow Us

দ্বিতীয় দফায় করোনা-তরঙ্গ আছড়ে পড়েছে সারা দেশে। ফের সিনেমা হলে সিনেমা রিলিজ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। দৈনিক তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় কেউ আর হলমুখী হচ্ছেন না। সিনেমাহলগুলো ফের বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন হল কর্তৃপক্ষ। অথচ মাস দুয়েক আগেও পরিস্থিতি ছিল অন্যরকম। ভারত সরকার ১০০ শতাংশ দর্শাকাসন নিয়ে সিনেমাহলগুলো খোলার অনুমতি দিয়েছেল। মানুষ আবার হলমুখী হচ্ছিলেন। নতুন নতুন সিনেমা হলে রিলিজও করছিল। কিন্তু ফের করোনা থাবা বসানোয় প্রযোজকরা আগের বছরের মত এবারেও ওটিটিতেই ছবি রিলিজ করার চিন্তা-ভাবনা শুরু করেছেন।

আগের সপ্তাহেই সলমন খান জানিয়েছেন তাঁর নতুন ছবি ‘রাধে’ ওটিটি এবং সিনেমা হলে একসঙ্গে একইদিনে রিলিজ করবে। এখন শোনা যাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘বেলবটম’-ও ওটিটিতেই রিলিজ করবে। ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন ডিজনি+হটস্টারে রিলিজ করবে ‘বেলবটম’। হটস্টার ছবির প্রযোজককে যে টাকা অফার করেছেন তাতে তিনি রাজি। পরিস্থিতি যা, ওটিটি-রিলিজই এখন ভরসা বলে মনে করেন ছবির প্রযোজক। তবে কবে ছবির প্রিমিয়ার করবেন তা এখনও তাঁরা ঠিক করেননি।

আরও পড়ুন:আইসিইউতে স্থানান্তর করা হল রণধীর কাপুরকে, বর্ষীয়ান অভিনেতার জন্য চিন্তায় বলিউড

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন জানুয়ারিতে অ্যামাজন প্রাইমের সঙ্গে অনেকটা কথা এগিয়েছিল ‘বেলবটম’-এর প্রযোজকের সঙ্গে। ঠিক ছিল অ্যামাজনেই প্রথম রিলিজ করবে ‘বেলবটম’। কিন্তু ফেব্রুয়ারি থেকে ভারত সরকার ১০০ শতাংশ দর্শাকাসন নিয়ে সিনেমাহলগুলো খোলার অনুমতি দেওয়ার পর এবং অনেক নতুন ছবি হলে রিলিজ হচ্ছে দেখে প্রযোজক ওটিটিতে রিলিজ করার বদলে‘বেলবটম’সিনেমাহলেই রিলিজ করার প্ল্যান করেন। ঠিক ছিল ২৮ মে সিনেমা হলেই রিলিজ করবে ‘বেলবটম’। কিন্তু করোনা সব পরিকল্পনায় জল ঢেলেছে। প্রযোজক ফের ওটিটিতেই ছবি রিলিজ করার প্ল্যান করেছেন। খুব শীঘ্রই ডিজনি+হটস্টারে এই ছবির প্রিমিয়ার হবে। আগের বছরেও লকডাউনের সময় অক্ষয় কুমারের ‘লক্ষ্মী’ ওটিটিতেই রিলিজ করেছিল।

Next Article