
মুম্বই: সোমবার রাত ৯টা। জুহুর বাড়ির দিকে যাচ্ছিলেন অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না। আচমকাই সজোরে ধাক্কা। অভিনেতার বিলাসবহুল মার্সেডিজ গাড়িতে এসে ধাক্কা মারল অটো রিক্সা। মুখোমুখি সংঘর্ষের জেরে একেবারে দুমড়ে-মুচড়ে যায় অভিনেতার গাড়ি। যা ঘিরে চাঞ্চল্য় এলাকায়। গুরুতর জখম হয়েছেন দু’জন। কিন্তু রক্ষা পেয়েছেন অক্ষয়-টুইঙ্কল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অক্ষয়-টুইঙ্কল অন্য গাড়িতে থাকা তাঁরা রক্ষা পেয়ে যায়। তাঁদের কনভয়ে এসে ধাক্কা মারে ওই অটোরিক্সাটি। যার জেরে পালটি খেয়ে রাস্তার ধারে গিয়ে পড়ে অভিনেতার গাড়িটি। সেই সময় অভিনেতা অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না ছিলেন পিছনের ইনোভা গাড়িতে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, রাস্তার পাশে উল্টে পড়ে রয়েছে অক্ষয় কুমারের কোটি টাকা মার্সেডিজ়, দুমড়ে-মুচড়ে গিয়েছে অটোরিক্সাটি।
এদিন তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় অটো চালক ও তাতে থাকা এক যাত্রীকে উদ্ধার করে তারা। পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। আপাতত সেখানে চিকিৎসাধীন রয়েছেন দু’জনে। কোনও হতাহতের ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি।
টাইমস তাঁদের একটি প্রতিবেদনে উল্লেখ করেছে, সোমবার ওই সময় মুম্বই বিমানবন্দর হয়ে নিজেদের জুহুর বাসভবনের দিকে যাচ্ছিলেন অক্ষয় ও টুইঙ্কল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনভয় নিজের গতিতেই যাচ্ছিল। সেই সময়ই একটি অটোরিক্সা দ্রুত গতিতে সেই দিকে ধেয়ে যায়। কার্যত নিয়ন্ত্রণ হারিয়েই সরাসরি ধাক্কা মারে অক্ষয়-টুইঙ্কলের কনভয়ে সামনের দিকে থাকা গাড়িটিতে। উল্টে যায় গাড়িটি। পালটি খেয়ে পড়ে রাস্তা ধারে। ছুটে আসেন সাধারণ মানুষজন।