তাকে দেখার জন্য এক বছর অপেক্ষা করতে হয়েছে সবাইকে। কথা হচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের মেয়ে রাহা কাপুরের। এখন মাঝে মধ্যেই ক্যামেরার সামনে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে। কখনও মায়ের কোলে তো কখনও বাবার সঙ্গে। সপ্তাহের শুরুতেই ভাইরাল কাপুর কন্যার ভিডিয়ো। মা-বাবার সঙ্গে বিমানবন্দরে দেখা গেল তাকে। কখনও হাত নাড়াচ্ছে। কখনও আবার নানা ধরনের অঙ্গভঙ্গি করছে। তারপর ঠাকুমা নীতু সিংকে দেখেই উত্তেজিত হয়ে উঠল নাতি। এই প্রথমবার রাহার মুখে শোনা গেল কথা। ঠিক যেন সে কথা বলা পুতুল। এই ভিডিয়ো ফ্রেমবন্দি হওয়ার পরেই নিমেষে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। জন্মের ১৩ মাস তাকে দেখা যায়নি। ছবি শিকারিদের অনুরোধ করেছিলেন তারকা দম্পতি যে তাঁরা যেন ছবি না তোলেন।
২০২৩ সালের ডিসেম্বরের ২৫ তারিখ, অর্থাৎ বড়দিনে কন্যাকে পাপারাৎজ়িদের সামনে আনেন তারকা-দম্পতি। তাকে দেখে মুগ্ধ হয়ে ওঠেন নেটিজ়েনরা। আলিয়ার নীল চোখ দেখে অনেকেই তাকে রণবীরের ঠাকুরদা কিংবদন্তি অভিনেতা-প্রযোজক রাজ কাপুরের সঙ্গে তুলনা করেছেন। ঠাকুরদা ঋষি কাপুরের চেহারার সঙ্গেও অনেকে রাহার মিল খুঁজে পেয়েছেন। রাহার নামকরণ নিয়েও অনেক আলোচনা হয়েছে অতীতে। তার ঠাকুমা, তথা রণবীরের মা অভিনেত্রী নিতু সিং বলেই দিয়েছেন, রাহাকে দেখলে ‘রাহাত’ মেলে। অর্থাৎ, শান্তি। পরিচালক-প্রযোজক করণ জোহর বলেছেন যে, রাহা AI জেনারেটেড বাচ্চা। এতটাই মিষ্টি সে। সেই রাহার শখ-আহ্লাদের তালিকায় রয়েছে বইপ্রীতিও। ফলে সেই অভ্যাস গ্রহণ করতে হয়েছে তার বাবা-মাকেও। আলিয়া-রণবীর এখন নিয়ম করে বই পড়ছেন এবং গল্প শোনাচ্ছেন রাহাকে।