এবার প্রযোজনা সংস্থা খুলছেন আলিয়া ভাট

নিজের প্রযোজনা সংস্থা খুললেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় সেই কথা নিজেই জানিয়েছেন। এবার থেকে না না ধরণের গল্প শোনাবে এই সংস্থা।

এবার প্রযোজনা সংস্থা খুলছেন আলিয়া ভাট
আলিয়া ভাট
Follow Us:
| Edited By: | Updated on: Mar 01, 2021 | 5:59 PM

আলিয়া ভাটের মুকুটে নতুন একটা পালক যুক্ত হল। তিনি এবার প্রযোজনা সংস্থা খুলছেন। অনেক দিন থেকেই তিনি ভেবেছিলেন প্রযোজনা সংস্থা খুলবেন। এবার স্বপ্ন সত্যি হল। একটা নামও দিয়েছেন সেই সংস্থার। ‘ইটারনাল সানসাইন প্রোডাকশন’।

আলিয়া ভাট নিজের সোশ্যাল মিডিয়ায় এই সংস্থা খোলার কথা জানিয়েছেন। নিজের ইনস্টাতে আলিয়া লিখেছেন “ আমি খুব খুশি….প্রোডাকশন। ‘ইটারনাল সানসাইন প্রোডাকশন’। এবার আমি তোমাদের গল্প শোনাব। নানা ধরণের গল্প, আনন্দের গল্প, দুঃখের গল্প,মজার গল্প।” মেয়ের এই প্রযোজনা সংস্থা নিয়ে খুব খুশি মা সোনি রাজদান। তিনি আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন “আমি সুপার ডুপার গর্বিত।” শুধু মা নন, বলিউডের অনেকেই আলিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। আলিয়ার প্রথম পরিচালক করণ জোহরও খুব খুশি তাঁর এই নতুন পথ চলাতে। তিনি লিখছেন “ এগিয়ে যাও মেয়ে।” অভিনেত্রী রাকুল প্রীত সিংও তাঁকে অভিনন্দন জানিয়েছেন। খুব শীঘ্রই আলিয়ার প্রযোজনা সংস্থা ছবি বানাবে।

আরও পড়ুন :ঠাকুমাকে হারিয়ে যাওয়া ‘প্রেমিক’ খুঁজে দেবেন অর্জুন কাপুর

হুসেন জাইদির লেখা বই ‘ মাফিয়া কুইনস অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত হয়ে সঞ্জয় বানিয়েছেন ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। মূল চরিত্রে আলিয়া ভাট। নিঃসন্দেহে এই ছবি আলিয়ার কেরিয়ারে অন্য মাত্রা আনবে। ‘গাঙ্গুবাঈ’ এখনও অবধি বানানো সঞ্জয় লীলা বানসালীর সব চেয়ে বড় ছবি। সম্প্রতি এই ছবির টিজার রিলিজ করেছে।