ঠাকুমাকে হারিয়ে যাওয়া ‘প্রেমিক’ খুঁজে দেবেন অর্জুন কাপুর
নীনা গুপ্তা এবং তাঁর পার্টনারের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন অদিতি রাও হায়দারি এবং জন আব্রাহাম। রাকুল প্রীত ও অর্জুন কাপুর এই প্রথম কোনও ছবিতে কাজ করতে চলেছেন।
বলিউডে এ যেন ‘ফিল্মি’ বৃষ্টি। একের পর এক ছবির ঘোষণা চলছে। সিনেমা মুক্তির জন্য কোনও প্রযোজক বেছে নিচ্ছেন সিনেমাহল তো কেউ ঝুঁকছেন ওটিটি প্ল্যাটফর্মের দিকে। প্যান্ডেমিক পরবর্তী এ সময়ে বাড়িতে বসে ছবি দেখতে পছন্দ করছেন বহু দর্শক, এবং সে কারণেই একের পর এক ছবি রিলিজ করছে ওটিটিতে। ঠিক এমন এক সময়ে আবারও এক নতুন ফিল্ম রিলিজ করতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে অর্জুন কাপুর ও রাকুল প্রীত অভিনীত ‘সর্দার কা গ্র্যান্ডসন’।
আরও পড়ুন রোজ দশ-দশটা ডিমে ব্রেকফাস্ট সারছেন ভিকি কৌশল!
অর্জুন-রাকুল ছাড়াও ছবিতে রয়েচেন নীনা গুপ্তা। অর্জুন ও রাকুল নিজেদের ইনস্টা হ্যান্ডেলে রিলিজের ঘোষণা করে ছবি পোস্ট করেন। ক্যাপশানে লেখেন, ‘বাবা-মা এবং ঠাকুরদা-ঠাকুমাকে একসঙ্গে আনুন। নেটফ্লিক্সে শীঘ্রই আসতে চলেছে ‘সর্দার কা গ্র্যান্ডসন’।’
View this post on Instagram
আসন্ন ফিল্মের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন রাকুল ও অর্জুন। ছবিতে অভিনেতা-অভিনেত্রীর কেমিস্ট্রি যেমন প্রকাশ পাচ্ছে তেমনই নীনা গুপ্তার লুকেরও বেশ প্রশংসা কুড়োচ্ছে।
‘সর্দার কা গ্র্যান্ডসন’-এর গল্প বলবে এমন একজন নাতির কথা যিনি তাঁর ঠাকুমাকে তাঁর পুরনো প্রেমিকের সঙ্গে পুণরায় মিলিয়ে দেবে, যাঁকে কিনা হারাতে হয়েছিল দেশভাগের সময়ে। নীনা গুপ্তা এবং তাঁর পার্টনারের ছোটবেলার চরিত্রে অভিনয় করবেন অদিতি রাও হায়দারি এবং জন আব্রাহাম। রাকুল প্রীত ও অর্জুন কাপুর এই প্রথম কোনও ছবিতে কাজ করতে চলেছেন। অনসম্বল কাস্টিংয়ের জন্য দর্শকের চোখ কেড়েছে ‘সর্দার কা গ্র্যান্ডসন’।