
আলিয়া ভাট সম্প্রতি চিত্রগ্রাহকদের উপর স্পষ্ট হতাশা প্রকাশ করায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। অভিনেত্রীর প্রতিক্রিয়া অনলাইনে আলোচনা উসকে দিয়েছে, যেখানে সেলিব্রিটিদের গোপনীয়তা ও ব্যক্তিগত সীমানা নিয়ে চলমান বিতর্ক নতুন করে সামনে এসেছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলিয়া তাঁর গাড়ি থেকে নেমে দৃঢ়ভাবে চিত্রগ্রাহকদের বিল্ডিংয়ের বাইরে বেরিয়ে যেতে বলেন। তিনি তাঁদের মনে করিয়ে দেন যে এই বিল্ডিং তাঁদের নয় এবং তাঁদের তাঁর ব্যক্তিগত জায়গার প্রতি সম্মান দেখানো উচিত। যদিও তিনি বারবার অনুরোধ করেন, তবুও কিছু আলোকচিত্রী সেখানে রয়ে যান, যার ফলে আলিয়া স্পষ্টভাবে নিজের সীমানা নির্ধারণ করে ভিতরে চলে যান।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চারদিক থেকে মন্তব্য আসতে শুরু করে। একজন ভক্ত লেখেন, ‘সীমানা মানা উচিত, মিডিয়াকে এই বিষয়টা বুঝতে হবে। বুঝতে পারি না, এদের এত স্বাধীনতা কেন দেওয়া হয়!’ আর একজন মন্তব্য করেন, ‘একদম ঠিক বলেছেন আলিয়া। একটু সাধারণ জ্ঞান থাকা উচিত। কেউ কি এতটা বিরক্ত করে?’ আবার একজন লিখেছেন, চিত্রগ্রাহকদের বাড়ির মধ্যে ঢুকে এরকম করে ছবি তুলতে শুরু করে দিলে, তখন তাঁরা বুঝতে পারবেন!
এই ঘটনায় আলিয়ার মেজাজ খারাপ হলেও, খেলার ময়দানে তিনি বেশ উত্সাহিত ছিলেন। অর্জুন কাপুরের সঙ্গে তাঁকে খেলতে দেখা গিয়েছে। আবার ‘ওয়ার টু’ ছবিটা দেখতেও পৌঁছে গিয়েছিলেন নায়িকা। আপাতত আলিয়ার কোনও ছবির মুক্তি না থাকলেও, আগামী ডিসেম্বরে নায়িকার ছবি মুক্তি পাবে।