AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন অসুখে ভুগছেন আলিয়া? অবশেষে নিজের সমস্যার কথা আনলেন সামনে

Alia Bhatt: সাধারণত আলিয়া ভাট কারও সঙ্গে উগ্র ব্যবহার করেন না বলেই চলে, অন্তত বলিউডের অন্দরমহলে তেমনই খবর। বর্তমানে তিনি জিগরা ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। হাতে একের পর এক কাজ এখন আলিয়া ভাটের।

কোন অসুখে ভুগছেন আলিয়া? অবশেষে নিজের সমস্যার কথা আনলেন সামনে
| Updated on: Sep 20, 2024 | 4:39 PM
Share

আলিয়া ভাট, ভাল নেই তিনি? কী এমন সমস্যা হল তাঁর? কোন অসুখে ভুগছেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। জানালেন তাঁর সমস্যার কথা। তিনি অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারের ভুগছেন। প্রসঙ্গত, ছোট থেকেই এই সমস্যা ধরা পড়ে যায়। ঠিক কী সমস্যা হয়, বললেন আলিয়া ভাট। তিনি বললেন, ‘এমন কিছু কাজ হওয়া দরকার যা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। আমার ADD আছে এবং তাই খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কিছু করতে হবে যা দ্রুত ঘটবে।’

এই কারণে বিয়ের দিনও তিনি কঠিন হয়ে মেকআপ আটিস্টকে কড়া ভাষায় বলে দিয়েছিলেন বেশি সময় তিনি দিয়ে উঠতে পারবে না। তাঁর কথায়, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনীত (বি সাইনি) এর বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘন্টা দেব না, কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’

সাধারণত আলিয়া ভাট কারও সঙ্গে উগ্র ব্যবহার করেন না বলেই চলে, অন্তত বলিউডের অন্দরমহলে তেমনই খবর। বর্তমানে তিনি জিগরা ছবির কাজ নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। হাতে একের পর এক কাজ এখন আলিয়া ভাটের। তারই মাঝে মেয়েকেও দিতে হচ্ছে অনেকটা সময়। তাই নিজের জন্য বিন্দুমাত্র সময় নেই বলে দাবি করেন আলিয়া ভাট।