৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্পা ২’। মাত্র দুই সপ্তাহেই বক্স অফিসে ধরে প্যান ইন্ডিয়া বক্স অফিসে সাড়া ফেলেছে এই ছবি। সুকুমার পরিচালিত, এই ছবিটি দক্ষিণ এবং উত্তরে নিজেদের রেকর্ড ধরে রেখেছে। ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকার ব্যবসা করেছেন এই ছবি। এই ছবির প্রতিটা গান ইতিমধ্যেই বাজছে সর্বত্র। তবে ছবিটির দৈর্ঘ্যের কারণে কিছু দৃশ্য মুছে দেওয়া হয়েছে। সম্প্রতি সেই মুছে দেওয়া দৃশ্যগুলো যুক্ত করে প্রকাশ্য়ে এসেছে ছবির টাইটেল সং। ভিডিয়োটি দেখে অবাক ভক্তরা। সবার প্রশ্ন এত ভাল দৃশ্য কেন মুছে দিলেন তাঁরা? এক জন মন্তব্য করেন, এই দৃশ্যটি সিনেমায় থাকলে রীতিমতো সিটি পড়ত।
আসলে ‘পুষ্পা’ সিনেমার রান টাইম নিয়ে আগেও আলোচনা হয়েছিল। সিনেমাটি তিন ঘণ্টার বেশি হওয়ায় সিনেমার গল্প নিয়ে, সুকুমারের নির্দেশনা নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু এই ছবিটি প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলে তাই দর্শকের প্রত্যাশা এবার আরও বেশি। তবে ছবিতে মুছে ফেলা সব দৃশ্যগুলি টাইটেল সং-এ যুক্ত করা হয়েছে। যেখানে পুষ্পাকে শৈশবে ক্রিকেট খেলতে দেওয়া হয়নি, পুষ্পা সেখানে শিশুদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। সে সব দৃশ্য দেখে রীতিমতো অবাক আল্লুর অনুরাগীরা। প্রত্যেকেরই বক্তব্য একটাই, এই দৃশ্যটা হলে প্রেক্ষাগৃহে দেখা গেলে আরও জমে যেত ছবি। ইতিমধ্যেই ‘পুষ্পা ২’ছবির রান টাইম ৩ ঘন্টা ২০ মিনিট। এই দৃশ্যগুলি ছবিতে যোগ করে দেওয়া হলে আরও বড় হয়ে যেত।