মুক্তির দিনেই এ কী হল ‘পুষ্পা ২’-র, হতে পারে বড় ক্ষতি

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 06, 2024 | 5:10 PM

Pushpa 2: এই ছবি যে বিপুল টাকার ব্যবসা করবে, সেই অনুমান অনেক আগেই করেছিলেন সিনেবিশেষজ্ঞরা। মোটা টাকার টিকিট কেটে প্রেক্ষাগৃহ ভরাচ্ছেন ভক্তরা। এই অবস্থায় ছবি যদি ছবি প্রথম দিনেই অনলাইনে লিক হয়ে গেল পুষ্পা ২।

মুক্তির দিনেই এ কী হল পুষ্পা ২-র, হতে পারে বড় ক্ষতি

Follow Us

অবশেষে মুক্তি পেল পুষ্পা ২ ছবি। গত কয়েকসপ্তাহ ধরে এই ছবি ঘিড়ে ক্রমেই বাড়ছিল উত্তেজনা। কেবল অনলাইনে এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৩০ মিনিয়ান। ইতিমধ্যেই প্রথম দিনের প্রথম দুটি শো চলছে। প্রতিটা প্রেক্ষাগৃহ প্রায় হাউসফুল। প্রথম দিনেই এই ছবি ঘরে তুলেছে মোটের ওপর ১৬০ কোটি টাকা কেবল ভারতের বক্স অফিস থেকেই। যা ভারতীয় ছবির ক্ষেত্রে রেকর্ড। সাড়ে তিন ঘন্টার ছবি। টান টান উত্তেজনায় ভরপুর। ছবির গল্পের বুনট এবার আরও মজবুত। এই ছবি যে বিপুল টাকার ব্যবসা করবে, সেই অনুমান অনেক আগেই করেছিলেন সিনেবিশেষজ্ঞরা। মোটা টাকার টিকিট কেটে প্রেক্ষাগৃহ ভরাচ্ছেন ভক্তরা। এই অবস্থায় ছবি যদি ছবি প্রথম দিনেই অনলাইনে লিক হয়ে গেল পুষ্পা ২।

ছবি মুক্তির দিনই অনলাইনে লিঙ্ক হয়ে যাওয়ার অর্থ বিপত্তি। যার ফলে অনেকেই এই ছবি মোবাইলে মোবাইলে দেখে নেবেন। প্রেক্ষাগৃহে টিকিট বিক্রির সংখ্যা কমবে। যে কোনও ছবির ক্ষেত্রেই এ এক বড় ক্ষতি। অভিনেতা থেকে পরিচালক, প্রত্যেকেই এই পাইরেসির বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন। অনুরোধ করেছেন সিনেমাহলে গিয়ে ছবি দেখতে। তবে অধিকাংশ ছবির ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্যার মুখে পড়তে হচ্ছে। তালিকা থেকে বাদ পড়ল না পুষ্পা ২।

বর্তমানে সর্বত্র ছবির প্রচারে ব্যস্ত আল্লু অর্জুন, এই ছবির ট্রেলার লঞ্চে এসে অভিনেতা ভক্তদের উদ্দেশে বলেছিলেন, “পুষ্পা কোনওদিন মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালবাসার সামনে মাথা নত করল। ধন্যবাদ পাটনা। আপনারা সকলে কেমন আছেন? পুষ্পাকে ফুল ভেবেছেন কি? ফুল নই, এবার বন্য আগুন আমি। আমার হিন্দি একটু ভুল হয়। ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন।”

 

Next Article