সলমনের জন্মদিনের বিশেষ আয়োজন অম্বানিদের, ছবি দেখলে চমকে যাবেন

Salman Khan: ২৭ ডিসেম্বর ছিল বলিউডের ভাইজান অর্থাত্‍ সলমন খানের জন্মদিন। তবে এই বছরের জন্মদিনে খুব বেশি আয়োজন ছিল না। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে সলমনের। কারণ, তার পর থেকে একের পর এক প্রাণনাশের হুমকি আসা বেড়েছে।

সলমনের জন্মদিনের বিশেষ আয়োজন অম্বানিদের, ছবি দেখলে চমকে যাবেন
সলমন খান।Image Credit source: Getty Image

| Edited By: উত্‍সা হাজরা

Dec 28, 2024 | 12:19 PM

২৭ ডিসেম্বর ছিল বলিউডের ভাইজান অর্থাত্‍ সলমন খানের জন্মদিন। তবে এই বছরের জন্মদিনে খুব বেশি আয়োজন ছিল না। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে সলমনের। কারণ, তার পর থেকে একের পর এক প্রাণনাশের হুমকি আসা বেড়েছে। শুধু তাই নয় গোটা খান পরিবারের কপালে চিন্তার ভাঁজ।

তাই তো ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের উপস্থিতিতে ছোট করে জন্মদিন পালন করলেন সলমন। ভাইজানের জন্মদিন উপলক্ষে জামনগরে বিশেষ আয়োজন করেছিলেন অম্বানিরাও। গোটা পরিবার প্রাইভেট জেটে করে পৌঁছেছিলেন জামনগরে। সেই ভিডিয়োও ইতিমধ্য়ে এসেছে প্রকাশ্যে। প্রাইভেট জেটের ভিডিয়ো পোস্ট করেছেন সোহেল খান। আর জামনগরে ভাইজানের জন্মদিন উপলক্ষে যে আয়োজন করা হয়েছিল সেই ঝলকও এসেছে প্রকাশ্যে।

 

উল্লেখ্য, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সলমন। তাঁকে এই পরিস্থিতিতে আগলে রেখেছেন শেরা। সেই ২৯ বছর ধরে সলমনকে আঁকড়ে রেখেছেন, যে মানুষটি তিনি শেরা অর্থাৎ গুরমিত সিং জলি। শেরা আদপে সলমন খানের দেহরক্ষী। তবে সম্পর্ক এখন আর কর্মচারী-মালিকেরর নয়! সলমন ভাই তিনি। বলিউডের অন্দর বলে, যতক্ষণ শেরা তাঁর পাশে আছেন মৃত্যুও ছুঁতে পারবে না ভাইজানকে। এও বলা হয়, নিজের জীবন বাজি রেখে সলমনকে বাঁচাতে রাজি এই শেরা। বাবা সিদ্দিকীর মৃত্যুর পর ভয়ে কাঁপছেন সলমন। কিনেছেন বুলেট প্রুফ গাড়ি। খুব চেনাশোনা না হলে দেখাই করছেন না। ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘুরছেন প্রতিনিয়ত। বাড়ির সামনে পুলিশি প্রহরা। এরকমই এক অস্থির সময়ে সলমনকে আগলে রেখেছেন যিনি তিনি শেরা মাসে ১৫ লক্ষ টাকা বেতন পান তিনি। বছরে প্রায় ২ কোটি টাকা।