বিয়ে ভাঙছে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের? গত এক মাস ধরে এই একটা বিষয় নিয়েই আলোচনা চলছে। এখনও পর্যন্ত তারকা দম্পতির কেউ কোনও মন্তব্য করেননি। এরই মধ্যে চারিদিকে নানা ধরনের নানা কথা উঠে আসছে। নায়িকা নাকি বাড়ি ছেড়েছেন। অন্য দিকে অভিষেকও নাকি তাঁর মা-বাবার বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকছেন। এরই মাঝে ঐশ্বর্যর প্রাক্তন প্রেমিকের পোস্ট ভাইরাল। অভিষেককে বিয়ের আগে বলিপাড়ার
অন্য অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল ঐশ্বর্যর। দীর্ঘ দিন নাকি অভিনেতা সলমন খানের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্কে খুব একটা সুখে ছিলেন না তিনি। তার পর অভিনেতা বিবেক অবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। তার পর অবশ্য অভিষেকের সঙ্গে প্রেম করেই বিয়ে করেন রাইসুন্দরী। নায়িকার এই বিচ্ছদের জল্পনার মাঝে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি বিবেক। তিনি তাঁর সংসার, স্ত্রী, সন্তান নিয়ে সুখে রয়েছেন।
বুধবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বিবেক। যদিও তিনি তেমন কিছু পোস্ট করেননি। আসলে নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে একটি প্রেমের ছবি পোস্ট করেন অভিনেতা। স্ত্রীয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিবেক লেখেন,”১৪ বছর আগে অগ্নিকে সাক্ষী রেখে আমার প্রিয়াঙ্কার সঙ্গে একসঙ্গে থাকার প্রতীজ্ঞা নিয়েছিলাম। শুভ বিবাহবার্ষিকী। আমি তোমায় খুব ভালবাসি।” বিবেকের পোস্ট দেখে অনেকেই মনে করেছেন যে ঐশ্বর্যর সংসার ভাঙার আলোচনা চলছে বলেই এমন একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বিবেক। যদিও সবটাই নেটপাড়ার আলোচনা। এখনও পর্যন্ত নায়ক, নায়িকারা এই বিতর্কে কোনও মন্তব্য করেননি।