‘হ্যালো, টিকিট আছে’? ‘না’— বিগত বেশ কিছু দিন ধরেই এই উত্তরই পাচ্ছেন ‘আমআদমি’। শুধু কি আম আদমি? রঞ্জি খেলেছেন এমন ক্রিকেটাররাও ভারত-দক্ষিণ আফ্রিকার একটা ম্যাচের টিকিটের জন্য হা-পিত্যেশ করে বসেছিলেন। সেখানে দাঁড়িয়ে নীল ভট্টাচার্য ও তৃণা সাহা কিন্ত্য ব্যতিক্রমী। এ দিন সময় হতেই দু’জনেই হাজির হন ইডেনে। ভারতের জার্সি, গলায় কার্ড চাপিয়ে পৌঁছে যান গন্তব্যে। আর তা দেখেই নেটিজেনদের একটা বড় অংশ উগরে দিয়েছেন ক্ষোভ। শুধু নেটদুনিয়ার বাসিন্দারাই নন, ইডেনে হাজির জনগণেরও বক্তব্য, ‘সেলেব বলেই এই সুবিধে পেয়েছেন”! কিছু দিন আগেই ঘুরতে গিয়েছিলেন দু’জনে। ফিরে এসে এবারের গন্তব্য বাইশ গজ। তাঁরা খুশি, কিন্তু ভক্তদের যে মুখ ভার!
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট বিক্রি ঘিরে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। উঠেছে টিকিট কালোবাজারির অভিযোগ। কলকাতা পুলিশের কাছেও জমা পড়েছে অভিযোগ। গ্রেফতারও হয়েছেন অনেকে। BCCI কে নোটিশ দেওয়া হয়েছে বলেও মিলেছে খবর। নোটিশ গিয়েছে বিসিসিআই সভাপতি রজার বিনির কাছে। ৭ তারিখের মধ্যে তাঁকে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। ময়দান থানার তরফে পাঠানো হয়েছে এই চিঠি। টিকিটের গড়মিল নিয়ে যে যে অভিযোগ উঠে এসেছে তা খতিয়ে দেখতেই মরিয়া কলকাতা পুলিশের তদন্তকারীরা। কীভাবে টিকিট ভাগ হয়েছে, কী প্রক্রিয়ায় তা বিলি করা হয়েছে, কাকে কোথায় কত টিকিট দেওয়া হয়েছে– সে সবের প্রশ্নের মুখেই পড়তে হতে পারে বিসিসিআইকে– জানা যাচ্ছে তেমনটাই।