টিআরপি-তে কার কাছে হেরে গেলেন অমিতাভ-সলমন?

স্মৃতি ইরানি এবং অমর উপাধ্যায় অভিনীত ‘কিউকি সাস ভি কভি বহু থি’ টিআরপি চার্টে ভালো ফল করেছিল। এই শো নিয়ে চর্চা ছিল তুঙ্গে। তবে গত দুই সপ্তাহ ধরে শোয়ের টিআরপি কমে গিয়েছিল এবং এটি তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যে ঘোরাফেরা করছিল। তবে সর্বশেষ বার্ক রিপোর্ট অনুযায়ী, এই শো আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

টিআরপি-তে কার কাছে হেরে গেলেন অমিতাভ-সলমন?

| Edited By: Bhaswati Ghosh

Sep 05, 2025 | 2:33 PM

স্মৃতি ইরানি এবং অমর উপাধ্যায় অভিনীত ‘কিউকি সাস ভি কভি বহু থি’ টিআরপি চার্টে ভালো ফল করেছিল। এই শো নিয়ে চর্চা ছিল তুঙ্গে। তবে গত দুই সপ্তাহ ধরে শোয়ের টিআরপি কমে গিয়েছিল এবং এটি তৃতীয় ও চতুর্থ স্থানের মধ্যে ঘোরাফেরা করছিল। তবে সর্বশেষ বার্ক রিপোর্ট অনুযায়ী, এই শো আবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, নতুন দু’টি তারকানির্ভর শো — অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’ এবং সলমন খান সঞ্চালিত ‘বিগ বস ১৯’, এখনও সেরা দশে প্রবেশ করতে পারেনি। রূপালি গঙ্গোপাধ্যায় অভিনীত ‘অনুপমা’ এখনও টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে — যার রেটিং ২.৪।

‘কিউকি সাস ভি কভি বহু থি’-র রেটিং ২.০ | ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ আছে ২ রেটিংয়ে। এদিকে সলমন খানের ‘বিগ বস’ থমকেছে ১.৩-এ। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-র রেটিং একেবারেই কম। অমিতাভ বচ্চন শো সঞ্চালনা করার পরেও রেটিং ০.৮। গত সপ্তাহে ‘বিগ বস’-এর নির্মাতারা জানিয়েছিলেন, এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ওটিটি ওপেনিং করেছে। আগের সিজনের তুলনায় এই সিজনের রিচ ২.৩ গুণ বেশি এবং ওয়াচ টাইম ২.৪ গুণ বেশি হয়েছে।

এমনিতে দেশজুড়ে নন-ফিকশন শোয়ের তুলনায় ফিকশনের রেটিং বেশি হয়। তবে অমিতাভ বচ্চন আর সলমন খানের মতো তাবড় তারকারা সঞ্চালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন বলেই, এসব শোয়ের টিআরপি তুলনায় বেশি হবে, এমনটা আশা করেছিলেন অনুরাগীরা। এমনিতে সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। তবে তিনি কাজ না থামিয়ে সঞ্চালনা চালিয়ে যাচ্ছেন।