”শোলে’-র মৃত্যু দৃশ্যে ধরমজি আমাকে শক্ত করে ধরেছিলেন…’, বললেন অমিতাভ

মেগাস্টার অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি-র সেটে আবেগাপ্লুত হয়ে পড়েন, যখন পর্বটির শুরুতেই বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানানো হয়। আবেগে কাঁপা কণ্ঠে অমিতাভ তাঁর বন্ধু, পরিবারের সদস্য এবং আজীবনের অনুপ্রেরণা ধর্মেন্দ্র সম্পর্কে স্নেহভরে কথা বলেন।

শোলে-র মৃত্যু দৃশ্যে ধরমজি আমাকে শক্ত করে ধরেছিলেন..., বললেন অমিতাভ

| Edited By: আকাশ মিশ্র

Dec 31, 2025 | 6:26 PM

মেগাস্টার অমিতাভ বচ্চন কৌন বনেগা ক্রোড়পতি-র সেটে আবেগাপ্লুত হয়ে পড়েন, যখন পর্বটির শুরুতেই বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানানো হয়। আবেগে কাঁপা কণ্ঠে অমিতাভ তাঁর বন্ধু, পরিবারের সদস্য এবং আজীবনের অনুপ্রেরণা ধর্মেন্দ্র সম্পর্কে স্নেহভরে কথা বলেন।

ধর্মেন্দ্রর শেষ চলচ্চিত্র ‘ইক্কিস’ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অমিতাভ বলেন, “ইক্কিস’ ছবিটি আমাদের জন্য একটি অমূল্য স্মৃতিচিহ্ন, যা কোটি কোটি মানুষের জন্য রেখে যাওয়া হয়েছে। একজন শিল্পী জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শিল্পচর্চা করতে চান, আর ঠিক সেটাই করেছেন আমার বন্ধু, আমার পরিবার এবং আমার আদর্শ, শ্রী ধর্মেন্দ্র দেওল।”

এরপর আরও আবেগঘন হয়ে তিনি যোগ করেন, “ধরমজি শুধু একজন মানুষ ছিলেন না…তিনি ছিলেন একটি অনুভূতি, আর অনুভূতি কখনও আপনাকে ছেড়ে যায় না। তা স্মৃতিতে পরিণত হয়, এক আশীর্বাদে, যা আপনাকে এগিয়ে চলার শক্তি দেয়।”

‘শোলে’ ছবির একটি স্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়ে অমিতাভ বলেন, “আমরা বেঙ্গালুরুতে শুটিং করছিলাম। তাঁর মধ্যে এক ধরনের শারীরিক শক্তি ছিল; তিনি ছিলেন একজন কুস্তিগির, একজন নায়ক। মৃত্যুদৃশ্যে পর্দায় যে যন্ত্রণা দেখা গিয়েছিল, তা ছিল একেবারে বাস্তব, কারণ তিনি আমাকে এমন শক্ত করে ধরে রেখেছিলেন যে সেই ব্যথাই স্বাভাবিক অভিনয়ে রূপ নিয়েছিল।” এই ঘটনা ধর্মেন্দ্রকে শুধু এক চলচ্চিত্র কিংবদন্তি হিসেবেই নয়, বরং একজন সহজাত শিল্পী হিসেবে তুলে ধরে, যিনি চারপাশের সবাইকে অনুপ্রাণিত করতেন।

ছবির আরেক অভিনেতা জয়দীপ আহলাওয়াতও একই অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি ভাগ্যবান যে আমার বেশিরভাগ দৃশ্য তাঁর সঙ্গেই ছিল। সেটে কখনও মনে হয়নি যে আমাদের সঙ্গে কোনও সুপারস্টার আছেন। তিনি আমাদের পরিবারেরই একজনের মতো ছিলেন।”