অমিতাভের আসনে বসছেন এবার সলমন? সিনেপাড়ায় জল্পনা তুঙ্গে

এবার এই দীর্ঘযাত্রায় ইতি টানতে চলেছেন অমিতাভ বচ্চন। যে খবর ছড়িয়েছিল কিছুদিন আগেই। বলিউড হাংগামা-র এক রিপোর্ট অনুযায়ী, এবার নাকি সঞ্চালকের আসনে বসতে চলেছেন সলমন খান।

অমিতাভের আসনে বসছেন এবার সলমন? সিনেপাড়ায় জল্পনা তুঙ্গে

| Edited By: জয়িতা চন্দ্র

May 22, 2025 | 5:59 PM

ভারতের জনপ্রিয় রিয়্যাটিলি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (KBC)-র মানেই যেন অমিতাভ বচ্চন। তাঁর নামেই বর্তমানে শোয়ের জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব এই শোয়ের সম্পদ হয়ে উঠেছে। দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মন জয় করে আসছেন তিনি। তবে এবার এই দীর্ঘযাত্রায় ইতি টানতে চলেছেন অমিতাভ বচ্চন। যে খবর ছড়িয়েছিল কিছুদিন আগেই। বলিউড হাংগামা-র এক রিপোর্ট অনুযায়ী, এবার নাকি সঞ্চালকের আসনে বসতে চলেছেন সলমন খান।

সূত্রের দাবি, সলমনের সঙ্গে নাকি ইতিমধ্যেই শো নির্মাতাদের আলোচনা শুরু হয়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে, KBC-এর ১৭তম সিজনে সঞ্চালকের আসনে দেখা যাবে ‘ভাইজান’ সলমনকেই।

সূত্র মারফৎ আরও খবর, অমিতাভ বচ্চন ব্যক্তিগত কারণ বশত সঞ্চালনার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন। এরপর সলমনের কাছেই নাকি যায় প্রস্তাব। এর আগে ২০০৭ সালে তৃতীয় সিজনে শাহরুখ খানও কিছুদিনের জন্য এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন।

যদিও সলমন খান সঞ্চালনায় নতুন নন। বিগ বস রিয়্যালিটি শোয়ের প্রাণ তিনি। গত ৪ এপ্রিল, সোনি টিভি কেবিসি ১৭-এর একটি প্রোমো প্রকাশ্যে এনেছিল। যেখানে অমিতাভ নিজেই জানান নতুন মরশুমের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যদিও শোয়ের সম্প্রচারের নির্দিষ্ট তারিখ এখনও সামনে আসেনি। তবে জানা যাচ্ছে, অগাস্ট মাসেই টিভি পর্দায় ফিরছে কেবিসি। এখন শুধু দেখার জনপ্রিয় এই শো ধরে রাখতে কোন সুপারস্টারের সঙ্গে ফাইনাল কথা হয়, আর যদি সত্যি সলমনকে এই আসনে দেখা যায়, তবে তিনি কতটা দর্শক মন জয় করতে পারেন, সেটাই দেখার।