Amitabh Bachhan On Twitter: বিগ বি-র ‘পয়সা হজম’ করে নিল টুইটার? ব্লু টিক ফিরে পেয়ে ইলন মাস্ককে খোঁচা ‘শাহেনশাহ’র

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 24, 2023 | 1:19 PM

Amitabh Bachhan: ব্লু টিক খুইয়ে সঙ্গে সঙ্গেই ধার্য টাকা দিয়ে ব্লুটিক ফিরে পাওয়ার আর্জি জানিয়েছিলেন বিগ বি। টুইটারে তিনি লেখেন, “ওহে টুইটার ভায়া!টাকা তো দিয়ে দিয়েছি। এবার দয়া করে ব্লুটিক টা ফিরিয়ে দাও ভাই। নইলে মানুষজন বুঝতেই পারবেন না এটা আমি।”

Amitabh Bachhan On Twitter: বিগ বি-র পয়সা হজম করে নিল টুইটার? ব্লু টিক ফিরে পেয়ে ইলন মাস্ককে খোঁচা শাহেনশাহর
ব্লু টিক ফিরে পেয়ে টুইটার নিয়ে ফের রসিকতা বিগ বির, ইলন মাস্ককে খোঁচা দিয়ে এবার কী বললেন?

Follow Us

দিন কয়েক আগেই টুইটারে (Twitter) ব্লু-টিক হারিয়েছিলেন গোটা বিশ্বের একাধিক তারকা ও রাজনৈতিক ব্য়ক্তিত্ব। এই তালিকায় ছিলেন স্বয়ং বলিউড ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। নামের পাশে নীল বাতি উধাও হয় রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় (Mamata Banerjee)-এরও। ব্লু টিক হারিয়ে টুইটার কর্তৃপক্ষের কাছে হাত জোড় করে তা ফিরে পাওয়ার আর্জি জানান বিগ বি। অমিতাভের নামের পাশে নীল বাতি ফিরিয়ে দিয়েছে ইলন মাস্কের (Elon Musk) সংস্থা। এরপর ফের টুইটার নিয়ে মজার টুইট করেছেন বিগ বি। কী টুইটবার্তা দিলেন তিনি?

ব্লু টিক খুইয়ে সঙ্গে সঙ্গেই ধার্য টাকা দিয়ে ব্লুটিক ফিরে পাওয়ার আর্জি জানিয়েছিলেন বিগ বি। টুইটারে তিনি লেখেন, “ওহে টুইটার ভায়া! টাকা তো দিয়ে দিয়েছি। এবার দয়া করে ব্লুটিকটা ফিরিয়ে দাও ভাই। নইলে মানুষজন বুঝতেই পারবেন না এটা আমি।” ২৪ ঘণ্টা পর নামের পাশে নীল দাগ ফিরে পেয়ে রসিকতা করে টুইটারে অমিতাভ লিখলেন, “আরে টুইটার মাসি,  তোমার তো অনেক নাম। আমরা তো টাকা দিয়ে দিলাম। আর এখন তুমি জানাচ্ছ, ১ মিলিয়নের বেশি ফলোয়ার থাকলে টুইটার ফ্রি? আমার তো ৪৮.৪ মিলিয়ন ফলোয়ার। তাহলে এখন আমি কী করব বল দেখি?” প্রথমে টুইটারকে ‘ভাই’ পরে ‘মাসি’ বলে সম্বোধন করার জন্য় বিগ বি-র যুক্তি, প্রথমে টুইটারের লোগো ছিল একটি কুকুর। তাই ‘ভায়া’ বলে সম্বোধন করেছিলেন, তবে এখন তা পরিবর্তন হয়ে পাখি হয়েছে তাই ‘মাসি’ বলছেন। এর পরই টুইটারকে কটাক্ষ করে মজার ছলে তাঁর সংক্ষিপ্ত সংযোজন, “খেল খতম, পয়সা হজম?”

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল নামের পাশ থেকে বহু তারকা, রাজনীতিবিদ, প্রভাবশালীর ব্লুটিক উধাও হয় রাতারাতি। ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর বেশ কিছু নয়া নীতি এনেছেন। যার মধ্য়ে একটি হল, নামের পাশে ব্লু টিক তকমা পেতে খসাতে হবে পকেট। মাইক্রো ব্লগিং সংস্থা টুইটারের নয়া নীতি অনুযায়ী, নামের পাশে ব্লু টিক পেতে ভিন্ন-ভিন্ন মাধ্যম থেকে (ল্যাপটপ, মোবাইল. আইওএস, অ্যান্ড্রয়েড) টুইটার ব্যবহার করলে এক-এক রকম অর্থমূল্য দিতে হবে ইউজ়ারদের। যে সকল ব্যক্তি ওয়েবের মাধ্যমে টুইটার ব্যবহার করেন, তাঁদের মাসিক ৭ ডলার দিতে হবে। তবে যাঁরা মোবাইলের মাধ্যমে টুইটার ব্যবহার করেন, তাঁদের মাসিক ১১ ডলার চার্জ দিতে হবে। ভারতীয় মুদ্রায় ওয়েবের খরচ পড়বে ৬৫০ টাকা এবং মোবাইলের ক্ষেত্রে ৯০০ টাকা।

 

Next Article