হঠাৎ কী হল? ৮১ বছর বয়সে এসে রেখার সঙ্গে ছবি শেয়ার করলেন অমিতাভ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 22, 2024 | 4:04 PM

Amitabh-Rekha Rare Picture: প্রকাশ্যে জয়া বচ্চনের আচরণই বারবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন, যা রটে তার কিছুটা তো বটে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চর্চা ফিকে না হলেও সম্পর্কের সমীকরণগুলো খুব স্বাভাবিকভাবেই পাল্টে গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন ও রেখাকে কথা বলতেও দেখা গিয়েছে।

হঠাৎ কী হল? ৮১ বছর বয়সে এসে রেখার সঙ্গে ছবি শেয়ার করলেন অমিতাভ

Follow Us

অমিতাভ বচ্চন ও রেখা, এই জুটিকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা থাকে তুঙ্গে। বলিউডের অন্যতম চর্চিত জুটি তাঁদের। যাঁদের সম্পর্ক নিয়ে নানা জনের নানা মত বর্তমান। তবে বলিউডের যে এক যুগ ধরে এই জুটি পর্দায় দাপিয়ে বেরিয়েছেন সে বিষয় কোনও সন্দেহ নেই। তবে রেখার বেশ কিছু মন্তব্য ও প্রকাশ্যে জয়া বচ্চনের আচরণই বারবার যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন, যা রটে তার কিছুটা তো বটে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই চর্চা ফিকে না হলেও সম্পর্কের সমীকরণগুলো খুব স্বাভাবিকভাবেই পাল্টে গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে জয়া বচ্চন ও রেখাকে কথা বলতেও দেখা গিয়েছে।

অমিতাভ রেখাকে যদিএও খুব একটা একসঙ্গে দেখা যায় না। তবে ৮১ বছর বয়সে এসে অমিতাভ বচ্চন হঠাৎই শেয়ার করে বসলেন রেখার সঙ্গে তোলা একটি ছবি। এখানেই ইতি নন। পাশাপাশি তিনি আরও লিখলেন, এই ছবির পিছনে থাকা ইতিহাস কম নয়। এই ছবি তিনি শেয়ার করেছেন তিনি তাঁর ব্লগে। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ বচ্চন, পাশে দাঁড়িয়ে রয়েছেন রেখাও। এই ছবির পিছনে রয়েছে বহু ইতিহাস। তাও এদিন জানিয়ে দিলেন অমিতাভ।

ছবি শেয়ার হতেই তা নিয়ে চর্চা উঠল তুঙ্গে। হঠাৎ কোন সূত্রে তাঁর স্মৃতিতে এই ছবি জায়গা করে নিল, তা এখনও স্পষ্ট নয়। কারণ তিনি লিখলেন, এই ছবির পিছনে অনেক বড় গল্প রয়েছে। কোনও একদিন সেই গল্প আমি তোমাদের বলব। প্রসঙ্গত ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনে উপস্থিত হতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। সঙ্গে ছিলেন তাঁর ছেলে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনও। দীর্ঘক্ষণ সকলের সঙ্গে বসে থেকে এদিন পুজোও দেখলেন তিনি।