অমিতাভ বচ্চন, বেফাঁস মন্তব্য করতে যাঁকে খুব একটা দেখা যায় না। তবে মাঝে মধ্যে এমন কিছু কথা তিনি বলেই থাকেন, যা নিয়ে নিত্য নতুন মজার পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তেমনই একবার অমিতাভ বচ্চন মন্তব্য করেছিলেন অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে। একবার সিমি গেরেওয়াল-এর টক শোয়ে উপস্থিত হতে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। পরিবারের সকলকে নিয়ে তিনি সেই শোয়ে উপস্থিত হয়েছিলেন। জয়া বচ্চন, শ্বেতা বচ্চন, ভিষেক বচ্চন ছিলেন সেদিন বিগ বির সঙ্গে।
অমিতাভ বচ্চন সেদিন কথা প্রসঙ্গে এমন মন্তব্য করেন, যা দেখে রীতিমত চোখ কপালে উঠেছিল নেটপাড়ার। যে ক্লিপিং-টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়, সেখানেই অমিতাভ বচ্চনকে বলতে শোনা যায়– আমাদের সেটের একজন অসুস্থ হয়ে পড়েছেন। পাল্টা প্রশ্ন করেন জয়া বচ্চন– কী হয়েছে? অমিতাভ বচ্চন উত্তরে জানান, চোখ উঠেছে, পাশ থেকে শ্বেতা বচ্চনকে বলতে শোনা যায়, কনজাইটিভাইটিস? কার হয়েছে? উত্তরে অমিতাভ জানান, জন আব্রাহম।
তখন সকলের কথা থামিয়ে সিমি গেরেওয়াল জানিয়ে দেন, ‘জন যা যা স্পর্শ করেছে কেউ কিছু ধরবেন না, তাহলে তাঁরও হবে’। এমন সময় হঠাৎই পাশ থেকে অমিতাভ বচ্চনকে বলে উঠতে শোনা যায়, যা স্পর্শ করার বিপাশা বসু করেন, আমি কিছু করি না। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য ভাইরাল হতে দেখা যায়। কেউ লিখলেন, অমিতাভের পি.আর প্র্যাকটিসের আগে এমনটাই হত। কেউ আবার প্রশ্ন তুললেন, ‘এটা অমিতাভ বচ্চন?’