Amitabh Bachchan: অমিতাভের জামাই দিয়েছে আত্মহত্যার প্ররোচনা! কেন উঠল এমন অভিযোগ?

উত্তর প্রদেশের ডাটাগঞ্জ থানায় নিখিল নন্দার বিরুদ্ধে দায়ের হয়েছে জালিয়াতি এবং আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অভিযোগ।

Amitabh Bachchan: অমিতাভের জামাই দিয়েছে আত্মহত্যার প্ররোচনা! কেন উঠল এমন অভিযোগ?
Image Credit source: Social Media

| Edited By: আকাশ মিশ্র

Feb 17, 2025 | 2:46 PM

বিপাকে অমিতাভ বচ্চনের জামাই নিখিল নন্দা। উত্তর প্রদেশের ডাটাগঞ্জ থানায় নিখিল নন্দার বিরুদ্ধে দায়ের হয়েছে জালিয়াতি এবং আত্মহত্যার প্ররোচনার দেওয়ার অভিযোগ। তবে শুধুই নিখিল নন্দা নয়, এই অভিযোগের তালিকায় নাম রয়েছে এক ট্র্যাক্টর কোম্পানির একাধিক কর্তারা।

ঠিক কী ঘটেছে?

খবর অনুযায়ী, জ্ঞানেন্দ্র নামের এক ব্যক্তি নিখিল নন্দা ও ট্র্যাক্টর কোম্পানির একাধিক কর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জ্ঞানেন্দ্রর ভাই জিতেন্দ্র সিং জয় কিষাণ ট্রেডার্স নামক একটি ট্র্যাক্টর এজেন্সি চালাতেন ডাটাগঞ্জে। জ্ঞানেন্দ্রর অভিযোগ অনুযায়ী, এই সংস্থার কর্মকর্তারা জিতেন্দ্র উপর ট্র্যাক্টর বিক্রির চাপ দিতে থাকে। এমনকী, লাইসেন্স বাতিল করার হুমকিও দিতে থাকেন। মানসিক চাপ সহ্য করতে না পেরে জিতেন্দ্র আত্মহননের পথ বেছে নেয়। এই ঘটনার পরেই এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জিতেন্দ্রর ভাই জ্ঞানেন্দ্র। তবে এই অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি নিখিল নন্দা বা কেউ।