Amitabh Banchhan: ‘শ্রীমদ্ভগবতগীতা’র সঙ্গে বাবা হরিবংশ রাই বচ্চনের সম্পর্ক কী, শেয়ার করলেন KBC-র সঞ্চালক অমিতাভ বচ্চন

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 05, 2023 | 4:40 PM

Amitabh Bachhan On KBC: বিগ বি-এর বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন একজন সাহিত্যিক। শুধু সাহিত্যিক বললেও ভুল বলা হবে, তিনি একজন বিপ্লবীও বটে। হিন্দি সাহিত্য আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। হিন্দি সাহিত্যে তাঁর অবদান নিয়ে এখনও চর্চা হয়। এবার ছেলে অমিতাভের মুখে উঠে এল বাবার কৃতিত্বের কথা।

Amitabh Banchhan: শ্রীমদ্ভগবতগীতার সঙ্গে বাবা হরিবংশ রাই বচ্চনের সম্পর্ক কী, শেয়ার করলেন KBC-র সঞ্চালক অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

Follow Us

বলিউডের শাহেনশাহ একজনই, তিনি আর কেউ নন সকলের প্রিয় অমিতাভ বচ্চন। বয়সের ভার তাঁকে এখনও কাবু করতে পারেনি। স্বমহিমায় এখনও বিগ বি চালিয়ে যাচ্ছেন কাজ। অন্যান্য়বারের মতো এবারও KBC সঞ্চালনার দায়িত্বে অমিতাভ। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৫’-র সঞ্চালকের আসনে ‘মিস্টার বচ্চন’। এবার এই খেলার মাঝেই শেয়ার করে বসলেন তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের সম্পর্কে এক অজানা তথ্য। এমন কী বললেন বিগ বি?

বিগ বি-এর বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন একজন সাহিত্যিক। শুধু সাহিত্যিক বললেও ভুল বলা হবে, তিনি একজন বিপ্লবীও বটে। হিন্দি সাহিত্য আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। হিন্দি সাহিত্যে তাঁর অবদান নিয়ে এখনও চর্চা হয়। এবার ছেলে অমিতাভের মুখে উঠে এল বাবার কৃতিত্বের কথা। এবারের ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৬তম এপিসোডে হাজির হয়েছিলেন পঞ্জাবের চিকিৎসক অপূর্বা পাঠক। ওই মহিলাকে স্ক্রিনে ভেসে ওঠা একটি প্রশ্ন দেখিয়ে জিজ্ঞাসা করা হয়, এই শ্লোকগুলোর মধ্যে কোনটা ভগবান আর যোদ্ধার সঙ্গে কথোপকথন? চারটি অপশন দেওয়া হয় তাঁকে: বিষ্ণু পূরাণ, ভগবত গীতা, রামায়ণ ও ঋকবেদ। প্রতিযোগী ওই মহিলা চিকিৎসক সঠিক উত্তর দেন: গীতা। জিতে নেন ৩০০০ টাকা। এরপরই গীতার সঙ্গে বাবার একটি যোগের কথা শেয়ার করেন বিগ বি। তিনি জানান, তাঁর বাবুজি অর্থাৎ হরিবংশ রাই বচ্চনই সংস্কৃত থেকে সহজ হিন্দিতে ভগবত গীতা অনুবাদ করেছিলেন, ঠিক যেমনটা করেছিলেন তুলসীদাস রামায়ণের ক্ষেত্রে (তুলসীদাস মূল সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করেছিলেন গীতা)।

এ বিষয়ে অমিতাভের বক্তব্য, “সংস্কৃতে গীতা পড়ে বোঝা বেশ শক্ত ছিল। তাই বাবুজি সহজ হিন্দিতে এটিকে অনুবাদ করেন, যাতে তা সাধারণ মানুষের বোধগম্য় হয়। এই গীতার নাম তিনি দেন ‘জন গীতা’, সময় হলে পড়ে দেখতে পারেন।” বাবার এই অবদান সকলের সামনে গর্বিত ছেলের মতোই তুলে ধরেন বিগ বি। তাঁর বাবা একজন গর্ব করার মতোই মানুষ ছিলেন বটে। মান্না দের কণ্ঠে তাঁর লেখা ‘মধুশালা’ গজল আজও উজ্জ্বল ভারতীয়দের মণিকোঠায়।

Next Article