
বলিউডে ভাট পরিবারে কে কাকে কী বললেন, তার দিকে সব সময়ে নজর থাকে। এবার মহেশ ভাটের ছেলে রাহুল ভাট, একটা পডকাস্টে পূজা ভাট আর আলিয়া ভাটের তুলনা করলেন। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। রাহুলের উত্তর ছিল, ”যদি আমার আপন বোন পূজা ভাট আর আলিয়া ভাটের তুলনা করি, তা হলে বলব, আলিয়া পূজার তুলনায় কম সুন্দরী, কম প্রতিভাবান, কম সেক্সি। পূজার অর্ধেকও পৌঁছাতে পারেনি আলিয়া। যদি আমাদের সমস্ত ভাই-বোনদের মধ্যে তুলনা করি, তা হলে অবশ্যই বলব, পূজার ধারেকাছে কেউ নেই।”
রাহুলের এমন মন্তব্য সামনে আসতে নেটিদেনদের একাংশ অবশ্য বিরক্ত। একজন লিখেছেন, ”ভাট পরিবারের কিছু সদস্য খবরে থাকার জন্য অনেক কিছু বলেন। দুই বোনের মধ্যে এমন তুলনা করা উচিত নয়!” আর একজন লিখেছেন, ”বলিউডে সারা জীবনে কাজের নিরিখে আলিয়া ভাট পূজা ভাটের তুলনায় অনেক গিয়ে রয়েছেন। দীপিকা পাড়ুকোন ছাড়া তাঁকে টেক্কা দেওয়ার মতো আর কেউ নেই। আগামী দিনেও একের পর এক ভালো ছবি করে তাক লাগিয়ে দেবেন আলিয়া।”
লক্ষণীয় রাহুল ভাটকেই জিজ্ঞাসা করা হয়েছিল, একটা ম্যাগাজিন কভারে মহেশ ভাট আর পূজা ভাট বাবা-মেয়ে হয়েও চুমু খেয়ে পোজ দিয়েছিলেন, সেই ঘটনা নিয়ে রাহুলের কী মত? রাহুল বলেছেন, সেলিব্রিটি পরিবারে অনেক কিছুই গা সাওয়া হয়ে যায়। এমন বিতর্ক কানে আসতে থাকে। তবে তাঁরা জানেন সত্যিটা কী, তাই এই নিয়ে বিচলিত নন।