
”এত সাহস তোমার, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? যাও এখান থেকে বেরিয়ে যাও! গেট আউট”, গড়গড় করে বললেন অনামিকা সাহা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দজ্জাল শাশুড়ি। পাশে তখন দাঁড়িয়ে বাংলার সুপারস্টার প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। অনামিকার মুখে গেট আউট শুনে তাঁর বক্তব্য, ”ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি”!
শাশুড়ি সহ্য করতে পারে না জামাইকে। তাই মেয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত আর জামাই প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের প্রেমে বাধা। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এই ছবি ছিল সুপারহিট। প্রসেনজিত্-ঋতুপর্ণা জুটির এই ছবি আবার মুক্তি পাচ্ছে বড়পর্দায়। তাই জামাই ষষ্ঠীর আগে শুরু হয়েছে প্রচারপর্ব। এবার নিজের ফেসবুকে একটা মজার ভিডিয়ো পোস্ট করলেন টলিপাড়ার বুম্বা। যেখানে অনামিকার সঙ্গে বুম্বার শাশুড়ি-জামাইয়ের রসায়ন দেখে দর্শক বেজায় মজা পাচ্ছেন।
জামাইষষ্ঠী ১ জুন। রবিবারে সিনেমা হলে এই ছবি দেখা যাবে বলে দর্শকদের অনেকে উচ্ছ্বসিত। একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত পিয়ালী পাল বলছেন, ”এই ছবি ছোটপর্দায় দেখেছি। প্রসেনজিত্-ঋতুপর্ণার এই ছবি সম্পর্কে জানেন না, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। তবে সিনেমা হলে ছবিটা মুক্তি পেতে পারে, সেটা আশা করিনি। এবার সেই সুযোগ এসেছে বলে, অবশ্যই দেখতে যাব ছবিটা।”
প্রসেনজিত্-ঋতুপর্ণা জুটি সম্প্রতি পৌঁছে গিয়েছিলেন শহরের একটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে। মঞ্চে এই জুটিকে ‘চোখ তুলে দেখো না কে এসেছে’ গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। এই ছবির প্রচারপর্ব থেকে সাক্ষাত্কারে এই জুটি যেভাবে পাওয়া যাবে, সেটাও যে উপভোগ করবেন দর্শকরা, তা বলার অপেক্ষা রাখে না।