
অনন্যা বন্দ্যোপাধ্যায় প্রধানত রাজনীতির মানুষ। তৃণমূল কংগ্রেস দলের তরফে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ১০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। এর বাইরে দলের বহু কাজে তাঁকে অংশ নিতে হয়। তবে অভিনয় অনন্যার প্যাশন। বেশ কিছু বাংলা ছবিতে এর আগে অভিনয় করতে দেখা গিয়েছে অনন্যাকে। তার মধ্যে অভিজিত্ সেন পরিচালিত ‘প্রধান’ ছবিটা রয়েছে। দুলাল দে-র পরিচালনায় ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ ছবিতে কাজ করেছিলেন অনন্যা। আগামী দিনে আরও ছবিতে দেখা যাবে অনন্যাকে, সেটা আশা করা যায়। তবে এর মাঝেই বাংলা ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। লক্ষণীয় ‘মিত্তিরবাড়ি’ ধারাবাহিকটা যখন শুরু হয়, তখন প্রোমোতে অনন্যাকে দেখা গিয়েছিল। তবে ধারাবাহিকে সেই চরিত্রে অনন্যা আর কাজ করেননি। ফলে তাঁর কাজ যাঁরা পছন্দ করেন, তাঁদের আফশোস ছিল। এবার ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে দেখা যাচ্ছে অনন্যাকে। রুবেল দাস আর মোহনা মাইতি এই ধারাবাহিকের প্রধান মুখ। গল্পের কেন্দ্রে একজন নায়ক। সেই তারকার সঙ্গে একজন সাধারণ মেয়ের বিয়ে হয়। এই মুহূর্তে দুই চরিত্রের মধ্যে যে বিয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এমনটা নয়। তাদের ঘিরে বিভিন্ন চরিত্র উপস্থিত হয়। কেউ জট পাকায়, কেউ জট খুলে দেয়। অনন্যার চরিত্রটির প্রবেশ ঘটেছে সম্প্রতি।
রুবেল এর আগে পল্লবী শর্মার সঙ্গে জুটি বেঁধে শেষ করেছেন ‘নিম ফুলের মধু’। সেই সময় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। বিয়ের পর ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে কাজ করছেন রুবেল। টিআরপি-র প্রতিযোগিতায় কোথায় গিয়ে দাঁড়াবে এই ধারাবাহিক, সেটা দেখার অপেক্ষা।