AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নুডলস খাচ্ছ নাকি ঘি-ভাত’? অনীক ও মেয়ের খুনসুটিতে হাসি পাবেই

Aneek Dhar: গত বছর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন গায়ক অনীক ধর। এতটুকু ছেলেকে নিয়ে এতদূরের ট্রিপে যাওয়ায় এর আগে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।

'নুডলস খাচ্ছ নাকি ঘি-ভাত'? অনীক ও মেয়ের খুনসুটিতে হাসি পাবেই
ফেব্রুয়ারি মাসেই ছেলের মুখেভাতের অনুষ্ঠান করেছিলেন তিনি। সে ছিল নেহাতই ঘরোয়া অনুষ্ঠান।
| Edited By: | Updated on: Feb 03, 2024 | 7:45 PM
Share

চার মাসের পুত্রসন্তানকে নিয়ে ইন্দোনেশিয়ায় উড়ে গিয়েছেন অনীক ধর। সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী ও বড় মেয়ে। সেখানে গিয়েই মেয়ের কাণ্ড দেখে হেসে খুন অনীক ও তাঁর স্ত্রী দেবলীনা ধর। মেয়ের পছন্দ পাথাই নুডলস, সোজা বাংলায় থাইল্যান্ডের স্পেশ্যাল ন্যুডলস। ব্রেকফাস্টে তাঁর জন্য অর্ডার করা হয়েছিল সেটিই। কিন্তু কাঁটাচামচ দিয়ে খাওয়ার পরিবর্তে মার হাতেই খাচ্ছে সে। যা দেখে রীতিমতো অবাক অনীক। মেয়েকে তাঁর প্রশ্ন, “কী খাচ্ছি তুমি? পাথাই ন্যুডলস নাকি ঘি ভাত? কাঁটা চামচ দিয়ে খাও।” ওদিকে মেয়েও কি সবটা মেনে নেয়? তার সোজা যুক্তি, “কই পাপা, চামচ দিয়েই তো খাচ্ছি।”

গত বছর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বারের জন্য বাবা হয়েছিলেন গায়ক অনীক ধর। এতটুকু ছেলেকে নিয়ে এতদূরের ট্রিপে যাওয়ায় এর আগে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। তবে সাবধানেই যে পৌঁছে গিয়েছেন তাঁরা, তা জেনে খুশি সকলেই।

রিয়ালিটি শো থেকে উত্থান অনীক ধরের। মুম্বইয়ের রিয়ালিটি শো’য়েও অংশ নিয়েছিলেন তিনি। হয়েছিলেন প্রথমও। এর পর বাংলা ইন্ডাস্ট্রিতে বানিয়েছেন নিজের পরিচয়। সমানতালে চলছে গান গাওয়া। আপাতত পরিবারের জন্য বরাদ্দ তাঁর সময়। কাজ না হয় তোলা থাক দিন কয়েকের জন্য।

View this post on Instagram

A post shared by Aneek Dhar (@iamaneekdhar)