ইসকনে বসে মাংস খাওয়া! চোখে পড়তেই মেজাজ হারালেন বাদশা

কেউ কেউ আদর্শের প্রতি এই অমর্যাদা দেখে তা ‘হিন্দু বিদ্বেষ’ বলেও অভিযোগ তোলেন। যদিও এখনও পর্যন্ত ISKCON বা স্থানীয় কর্তৃপক্ষের তরফে কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া বা আইনি পদক্ষেপের কথা জানাননি।

ইসকনে বসে মাংস খাওয়া! চোখে পড়তেই মেজাজ হারালেন বাদশা

| Edited By: জয়িতা চন্দ্র

Jul 21, 2025 | 1:56 PM

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিয়ো। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়েগিয়েছে। ইসকনের মন্দির চত্বরে বসে মাংস খাওয়া? এ ছবি যেন মেনে নিতে পারছেন না অনেকেই। রাধা-গোবিন্দর মন্দিরে এই দৃশ্য চোখে পড়তেই রে-রে করে উঠছে নেটপাড়া। সেই তালিকা থেকে বাদ পড়লেন গায়ক ব়্যাপার বাদশা। সোশ্যাল মিডিয়ায় তিনিও হলেন সরব।

ঘটনাটি ঘটেছে লন্ডনে। সেখানে কৃষ্ণ মন্দিরের অন্তর্গত এক বিশুদ্ধ শাকাহারী রেস্তোরাঁয় এক আফ্রিকান-ব্রিটিশ যুবককে মাংস খেতে দেখা গেল। তিনি রেস্তোয়াঁয় ঢুকেই প্রশ্ন করে নেন, সেখানে মাংস আছে কি না, উত্তরে ‘না’ শোনার পর তিনি নিজেই চিকেন বার করে খেতে শুরু করেন। আসে পাশে বসে থাকা অনেককেই তিনি সেই চিকেন খাওয়ার অনুরোধ করেন। সকলে তা দেখে মেজাজ হারান। তাঁকে সেখান থেকে বলপূর্বক বার করে দেওয়া হয়।

সেই ভাইরাল ভিডিয়ো চোখে পড়তেই প্রতিবাদ করে ওঠেন র‌্যাপার বাদশা। সোশ্যাল মিডিয়া X-এ লিখলেন, “চিকেনও লজ্জিত হবে। উনি চিকেনের জন্যে ক্ষুধার্থ ছিলেন না। বরং মুখে জুতোর খাওয়ার ইচ্ছে ছিল। সত্যিকারের শক্তি হল সম্মান, যেটা আপনি বললেন না।”

কেউ কেউ আদর্শের প্রতি এই অমর্যাদা দেখে তা ‘হিন্দু বিদ্বেষ’ বলেও অভিযোগ তোলেন। যদিও এখনও পর্যন্ত ISKCON বা স্থানীয় কর্তৃপক্ষের তরফে কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া বা আইনি পদক্ষেপের কথা জানাননি। বিষয়টা যদিও খতিয়ে দেখা হচ্ছে বলেই সূত্রের খবর।