অনিন্দ্য-নিশান্তিকা জুটি বাঁধছেন, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?

এই ধারাবাহিকে অনিন্দ্যর বিপরীতে দেখা যাবে নিশান্তিকা দাসকে। 'মোহর' ধারাবাহিকে প্রতীক সেন আর সোনামণি সাহার সঙ্গে কাজ করেছিলেন নিশান্তিকা। তারপর বাংলা ওয়েব সিরিজে কাজ করেছেন। অনিন্দ্য-নিশান্তিকা জুটি বাঁধছেন প্রথমবার।

অনিন্দ্য-নিশান্তিকা জুটি বাঁধছেন, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?

| Edited By: Bhaswati Ghosh

Apr 23, 2025 | 1:08 PM

TV9 বাংলা প্রথম জানিয়েছিল, ‘স্টার জলসা’ চ‍্যানেলের জন‍্য নতুন যে ধারাবাহিক আসছে, সেখানে একজন মায়ের চরিত্রে দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে। এখন ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকের শুটিং করছেন শ্রীময়ী। প্রযোজনায় স্বর্ণেন্দু সমাদ্দারের ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’। অর্ণব বন্দ‍্যোপাধ‍্যায়, অভিষেক বীর শর্মা আর দিয়া বসুকে দেখা যাবে ধারাবাহিকের মুখ‍্য চরিত্রে। এর বাইরে ধারাবাহিকে এক নামী অভিনেতাকে দেখা যাবে সেটা আগেই বলা হয়েছিল। অনিন্দ্য চট্টোপাধ্যায় এই ধারাবাহিকে থাকছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। অনিন্দ্যকে ‘পরিণীতা’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে দেখা যাচ্ছে। এবার ‘জি বাংলা’-র পাশাপাশি ‘স্টার জলসা’-তেও দেখা যাবে অভিনেতাকে। ‘স্টার জলসা’ চ্যানেলের জন্যই অনিন্দ্য ‘গাঁটছড়া’ ধারাবাহিক করেছিলেন। সেই ধারাবাহিকে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা। এই ধারাবাহিকে অনিন্দ্যর বিপরীতে দেখা যাবে নিশান্তিকা দাসকে। ‘মোহর’ ধারাবাহিকে প্রতীক সেন আর সোনামণি সাহার সঙ্গে কাজ করেছিলেন নিশান্তিকা। তারপর বাংলা ওয়েব সিরিজে কাজ করেছেন। অনিন্দ্য-নিশান্তিকা জুটি বাঁধছেন প্রথমবার। তবে টলিপাড়ায় এরকম চর্চা থাকলেও কিছু ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত এই বিষয়ে। তাই শেষ পর্যন্ত কী হয়, দেখার জন্য অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে বড়পর্দাতে অনিন্দ্য অভিনীত ‘কিলবিল সোসাইটি’ ছবিটা দর্শকরা সিনেমা হল ভরিয়ে দেখছেন।

লক্ষণীয়, শ্রীময়ী চট্টরাজ এই ধারাবাহিকে প্রধান খলনায়িকার ভূমিকায় থাকছেন। সেই চরিত্রের লুক চলে এসেছে দর্শকের সামনে। শ্রীময়ীর অভিনয়ের গুরু কাঞ্চন মল্লিক। বিধায়কের সঙ্গে শ্রীময়ীর প্রেম এবং বিয়ের গল্প অনেককেই অনুপ্রেরণা জোগায়। এই বছর ১৪ ফেব্রুয়ারি বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের বছরেই শ্রীময়ীর কোল আলো করে এসেছে তাঁদের মেয়ে কৃষভী। ব‍্যক্তিগত জীবন নিয়ে বেশ ব‍্যস্ত অভিনেত্রী। তার মধ‍্যেই অভিনয়ে ফিরলেন।