
এই সপ্তাহেই মুক্তি পাবে ‘বেনারসে বিভীষিকা’। একেনবাবুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। অনির্বাণকে বাচ্চারা খুবই পছন্দ করেন এই চরিত্রে অভিনয় করার জন্য। তবে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা দিন-দিন বাড়ছে। প্রেম করার ক্ষেত্রে তিনি কি সাংঘাতিক বেছে কাউকে নির্বাচন করবেন? TV9 বাংলায় এসে অনির্বাণ এই প্রশ্নের উত্তরে বললেন, ”বিষয়টা একেবারেই ওরকম নয়। অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া একটা সিদ্ধান্ত এটা (প্রেম করছেন না, সেই ব্যাপারে এই মন্তব্য)।” তিনি বিয়ে করেছিলেন, সেই বিয়ে ভেঙেছে বলেই যে আর প্রেম করতে পারবেন না, এমন তো নয়? সেই কথা শুনে অনির্বাণ বললেন, ”খুব কঠিন প্রশ্ন। কেন যে এই প্রশ্নটা করলেন! বিয়ে ভেঙেছে বলে প্রেম করা যাবে না, বিষয়টা একদম সেরকম নয়। কিন্তু আমি কিছু মিস করি না। জীবনে কোনও অভাববোধ নেই। তবে আমি যে দরজা একেবারে বন্ধ করে দিয়েছি তা নয়। প্রেম হওয়ার হলে সেটা হয়েই যায়। তবে একটা কথা বলব। একটা সম্পর্কে থাকতে গেলে কিছু দায়িত্ব থাকে। এই মুহূর্তে সম্পর্কে থাকার টাইম আর এনার্জি কোনওটাই নেই।”
মজার ব্যাপার হলো, ছবিতে একেনবাবুর বউয়ের ফোন আসে মাঝে-মাঝে। তবে তাকে একেনবাবু এড়িয়ে যেতে পারলেই বাঁচে। বউয়ের সঙ্গে একেনবাবুর রোম্যান্স অন্তত দেখা যায়নি। তাই এক্ষেত্রে অনির্বাণের সঙ্গে চরিত্রটির মিল খুঁজতে চাইলে নিরাশ হওয়ার মতো কিছু নেই। লক্ষণীয় এবার ছবিতে অনির্বাণের বিপরীতে খলনায়ক হিসাবে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। দুই দুঁদে অভিনেতার লড়াই বড়পর্দায় শুক্রবার থেকে কেমন জমবে, সেটাই দেখার অপেক্ষা।