
‘দ্য একেন: বেনারেস বিভীষিকা’ এই বছর এখন পর্যন্ত মুক্তি পাওয়া যাবতীয় ছবির মধ্যে সবচেয়ে বড় হিট। এই ছবির গায়ে ব্লকবাস্টার তকমা লাগানো সম্ভব। ছবিটা যে একেনবাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীর জনপ্রিয়তার উপরেও দাঁড়িয়ে রয়েছে, তা নিয়ে সংশয় নেই। এত বড় হিট পাওয়ার পর কতটা খুশি একেনবাবু? TV9 বাংলাকে অনির্বাণ জানালেন, ”আমি সত্যিই খুব খুশি যে ছবিটা এত ভালো ব্যবসা করছে। দর্শকদের এত পছন্দ হচ্ছে এই ছবি।”
এবার কি পারিশ্রমিক বাড়াবেন অনির্বাণ? এমন প্রশ্নের ফাঁদে অবশ্য পা দেননি একেনবাবু। তিনি মজা করে বললেন, ”আপনি কি চান, এবার টলিউডে আমার কাজ করা বন্ধ হয়ে যাক? আমি পারিশ্রমিক বাড়াচ্ছি এমনটা বলে? এসব নিয়ে কোনও কথা হবে না।”
এ কথা ঠিক, টলিউডের প্রথম সারির নায়কদের অনেকে যখন দু’-তিন বছরে একটা হিট পাচ্ছেন, তখন অনির্বাণ গত দু’ বছরে ছবির প্রধান মুখ হয়েই দু’টো সুপারহিট ছবি উপহার দিলেন দর্শকদের। সুপারস্টারদের টেক্কা দিতে কেমন লাগে? এই প্রশ্নের উত্তরে অনির্বাণের সাফ কথা, ”এই প্রশ্নটা অনেকেই আমাকে করেন। চান, আমি কিছু বলি। কিন্তু সত্যি বলছি, বক্স অফিস নিয়ে আমি অতটা ভাবি না। যে সাফল্য পাচ্ছি, সেটাকে একার মনে করি না। ধরুন, ‘খাদান’ বা ‘প্রধান’ যে হিট হয়েছে, সেটা কি আমার জন্য হয়েছে? আমি ওটার অংশ। এরকম একটা টিমের অংশ হতে পেরে আমি খুশি। যদি একেনবাবুর কথাও ধরি, সেটা আমার একার সাফল্য নয়। গত বছর রাজস্থানের প্রেক্ষাপটে একেনবাবুর ছবিটা যেমন বছরের অন্যতম বড় হিট। সেটা আমার একার জন্য নয়। তবে ছবি বক্স অফিসে হিট হলে ভালোলাগে। হিট না হলে খারাপ লাগে। আরও খারাপ লাগে একটা ভালো ছবি যদি প্রচারের অভাবে বেশি দর্শকের কাছে না পৌঁছায় তা হলে।”