এবার অঙ্কুশের বায়োপিক তৈরি হচ্ছে? সত্যিটা সামনে আনলেন নায়ক

নতুন বছরের শুরুতে আসবে অঙ্কুশ-ঐন্দ্রিলা সেন অভিনীত ছবি 'নারী চরিত্র বেজায় জটিল'। এই ছবির নতুন পোস্টার সকলের সামনে আনলেন অঙ্কুশ। সেখানে দেখা যাচ্ছে, মা কালীর হাতে চড় খেয়েছন নায়ক। আর তাঁকে শিব ঠাকুর বলছেন, তিনি নাকি নায়ককে আগেই সাবধান করেছিলেন। আসলে বেশ মজা করে একটা প্রেমের গল্প বলবেন নায়ক, তার আঁচ পাওয়া গেল। এই পোস্টার সামনে আসতেই সকলের বেশ পছন্দ হয়েছে।

এবার অঙ্কুশের বায়োপিক তৈরি হচ্ছে? সত্যিটা সামনে আনলেন নায়ক

| Edited By: Bhaswati Ghosh

Oct 21, 2025 | 9:23 AM

নতুন বছরের শুরুতে আসবে অঙ্কুশ-ঐন্দ্রিলা সেন অভিনীত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। এই ছবির নতুন পোস্টার সকলের সামনে আনলেন অঙ্কুশ। সেখানে দেখা যাচ্ছে, মা কালীর হাতে চড় খেয়েছন নায়ক। আর তাঁকে শিব ঠাকুর বলছেন, তিনি নাকি নায়ককে আগেই সাবধান করেছিলেন। আসলে বেশ মজা করে একটা প্রেমের গল্প বলবেন নায়ক, তার আঁচ পাওয়া গেল। এই পোস্টার সামনে আসতেই সকলের বেশ পছন্দ হয়েছে।

অঙ্কুশকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, এটা কি তাঁর বায়োপিক? প্রশ্ন শুনে হেসে ফেললেন নায়ক। তারপর তিনি ইনস্টাগ্রামে উত্তর দিয়েছেন যে, এটাই তাঁর বায়োপিক। এর মধ্যেও আসলে মজা রয়েছে। অঙ্কুশ আর ঐন্দ্রিলার প্রেম টলিপাড়ায় ভীষণ সেলিব্রেটেড। তাঁদের দু’ জনের খুনসুটি চোখে পড়ার মতো। সেই সূত্র ধরেই অঙ্কুশ বলেছেন, এটা তাঁর বায়োপিক।

গত বছর অঙ্কুশ অভিনীত ‘মির্জা’ মুক্তি পেয়েছিল। সেখানে জুটি বেঁধেছিলেন অঙ্কুশ আর ঐন্দ্রিলা। এরপর ঐন্দ্রিলা সেনকে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে একটা নন-ফিকশন শোয়ের সঞ্চালনা করতে দেখা গিয়েছে। ‘মির্জা’ ছবিতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ‘মির্জা টু’ হবে। সেই ছবিতে খলনায়ক হিসাবে যিশু সেনগুপ্ত-ও থাকবেন। তবে সেই ছবির শুটিং কবে শুরু হবে, তা এখনও ঠিক হয়নি। তাই নায়ক-নায়িকার দর্শকদের জন্য ভালো খবর যে, নতুন বছরের শুরুতেই দেখা যাবে তাঁদের ছবি।

এই বছর দুর্গাপুজোতে অঙ্কুশ অভিনীত ‘রক্তবীজ টু’ মুক্তি পেয়েছে। সেখানে খলনায়কদের চরিত্রে দেখা গিয়েছে নায়ককে। সেই ছবিতে আবীর চট্টোপাধ্যায় আর মিমি চক্রবর্তীর সঙ্গে অঙ্কুশের টক্কর ছিল দেখার মতো। পুজোতে যাঁরা অঙ্কুশের ছবি দেখেছেন, তাঁদের জন্যই স্বাদ বদলের সুযোগ রয়েছে। জানুয়ারিতে যে ছবিটা আনছেন নায়ক, সেটা যে কমেডি, তা পোস্টার দেখেই আঁচ করা যাচ্ছে। ছবির মুক্তি দিন ঘোষণা হয়েছিল প্রথমে। তবে এখন কোন ছবি কবে মুক্তি পাবে, সেই ব্যাপারে টলিপাড়ার ফিল্ম স্ক্রিনিং কমিটিতে কী সিদ্ধান্ত হয়, সেদিকে নজর থাকবে।