বাংলাদেশে শুটিং করতে যাওয়ার অপেক্ষায় অঙ্কুশ, কী জানালেন তিনি?

নায়ক লিখেছেন, ''হঠাৎ খুঁজে পেলাম । প্রায় ১১ বছর আগের ছবি । শেষ বার বাংলাদেশ গিয়েছিলাম শুটিং করতে । অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবথেকে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হলো বাংলাদেশ।''

বাংলাদেশে শুটিং করতে যাওয়ার অপেক্ষায় অঙ্কুশ, কী জানালেন তিনি?

| Edited By: Bhaswati Ghosh

May 08, 2025 | 3:07 PM

১১ বছর আগের একটা ছবি খুঁজে পেলেন অঙ্কুশ হাজরা। ফেসবুকে সেই ছবি পোস্ট করে নায়ক লিখেছেন, ”হঠাৎ খুঁজে পেলাম । প্রায় ১১ বছর আগের ছবি । শেষ বার বাংলাদেশ গিয়েছিলাম শুটিং করতে । অপেক্ষায় থাকলাম আবার কবে যেতে পারব। কারণ সবথেকে বেশি ভালোবাসা অভিনেতা হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যদি কোথাও পেয়ে থাকি সেটা হলো বাংলাদেশ।” ১১ বছর আগের যে ছবি পোস্ট করেছেন অঙ্কুশ, তারচেয়ে এখন তাঁর চেহারা বদলে গিয়েছে অনেকটা। নায়ক বাংলাদেশে গিয়ে আবার শুটিং করার ইচ্ছা প্রকাশ করলেও, বাংলাদেশের কিছু মানুষের তরফে নায়ককে অনেক নেগেটিভ মন্তব্য শুনতে হলো। এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ”দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। আমাদের দেশের কিছু অভিনেতা-অভিনেত্রীদের কোণঠাসা করার চেষ্টা হয়েছে ভারতে। তাই আমরাও চাই না ভারতের কোনও নায়ক বা নায়িকা এসে এখন এখানে শুটিং করুন।” একজন আবার লিখেছেন, ”দুই দেশের বাংলা ছবি মিলে গেলে দর্শকরা খুশি হবেন। তাই রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, শিল্পকে তার মধ্যে টেনে আনা ঠিক নয়।”

এর আগে বেশ কিছু যৌথ প্রযোজনার ছবি তৈরি হয়েছিল। বাংলাদেশে জিত্‍, দেব বা অঙ্কুশের মতো নায়কদের অনুরাগীর সংখ্যা কম নয়। টলিপাড়ার কিছু নায়িকাও বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছেন। আবার জয়া আহসান থেকে চঞ্চল চৌধুরীর মতো অভিনতা-অভিনেত্রীরা গত কয়েক বছরে বাংলার প্রথমসারির পরিচালকদের ছবিতে একাধিক কাজ করেছেন। তবে আগামী দিনে পরিস্থিতি কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।