
বাংলা ছবির সামগ্রিক ব্যবসা কমছে, এই বিষয়ে নিয়ে অঙ্কুশকে প্রশ্ন করা হয়েছিল TV9 বাংলার তরফে। অঙ্কুশ খোলাখুলি কিছু বিষয় নিয়ে কথা বললেন। তাঁর বক্তব্য, ”ক’ দিন আগে ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবির গানের শুটিং সংক্রান্ত কাজে মুম্বই গিয়েছিলাম। সেখানে বাংলা ছবির ব্যবসা নিয়ে কথা হচ্ছিল। বাংলা ছবির ব্যবসার অঙ্কে জল মিশিয়েও যা বলা হচ্ছে, সেটা ওঁদের ছবির ব্যবসার তুলনায় কিছুই নয়। মারাঠি ছবির এক নামী ব্যক্তিত্বের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছিলেন, ওঁদের যে ছবিটা মোটামুটি করে, সেটা ৪৩-৪৪ কোটি টাকার ব্যবসা করে। আমাদের ছবি যেটা দুর্দান্ত করছে, সেটা শুধু ১০ কোটি পেরোচ্ছে।”
বাংলা ছবিতে কীভাবে ব্লক বুকিং করা হয়, সেই তথ্যও সামনে আনলেন অঙ্কুশ। নায়কের বক্তব্য, ”বিভিন্ন কর্পোরেট কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়। তাঁরা টিকিট কিনে নেয়। আমার প্রযোজনায় ‘মির্জা’-তে ১ লাখ ২০ হাজার টাকার ব্লক বুকিং ছিল। তা-ও সেটা প্রথম সপ্তাহে নয়। প্রথম সপ্তাহে প্রযোজক যে কালেকশনের একটু বেশি অঙ্ক ফেরত পান, সেটা আমি জানতাম না। জানলে প্রথম সপ্তাহের জন্যই এই ব্লক বুকিং করতাম।”
অঙ্কুশের যেসব ছবি মুক্তি পেয়েছে গত পাঁচ বছরে বক্স অফিসে সবক’টার ফল যে দুর্দান্ত নয়, সে কথা নিজেই জানালেন নায়ক। তবে এই বছরটা অঙ্কুশের জন্য বেশ ভালো। সামনেই মুক্তি পাবে ‘চন্দ্রবিন্দু’। দুর্গাপুজোতে আসছে অঙ্কুশ অভিনীত ‘রক্তবীজ টু’। তাঁর প্রযোজনায় ‘নারী চরিত্র বেজায় জটিল’ আর ‘মির্জা টু’ আসবে এরপর।