Ayushmann-Anubhav: ‘অনেক’ দেখে দর্শক ছবি নিয়ে ভাবতে বাধ্য হবেন, কেন মনে করছেন আয়ুষ্মান?
Ayushmann-Anubhav: আয়ুষ্মান মানে অন্য ধরনের ছবি। তিনি নিজেও অনেকবার জানিয়েছেন, ছবির বিষয়বস্তু দেখেই তিনি ছবিতে সাইন করেন।

ভারতীয় হিসেবে আমাদের পরিচিতি কী? এই বিষয়ের উপর মনোগ্রাহী গল্প নিয়ে ছবি তৈরি করেছেন অনুভব সিনহা (Anubhav Sinha)। জানাচ্ছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। তাঁর নতুন ছবি ‘অনেক’-এর বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এই কথাটাই জানিয়েছেন তিনি। তিনি বলেন, “আমরা যখন ‘অনেক’ করব ঠিক করি, তখন অনুভব স্যার খুব পরিষ্কার ছিলেন ছবির গল্প নিয়ে। তিনি চেয়েছেন মানুষকে চিন্তায় ফেলতে, যেখানে তাঁরা ভারতীয় হিসেবে নিজেদের কী পরিচয় তা নিয়ে ভাববেন”। এখানেই থামেননি আয়ুষ্মান। সঙ্গে প্রশ্ন তুলেছেন, “আমরা ভারতীয়রা বৈচিত্র্যময়, আলাদা এবং অনন্য, কিন্তু আমরা কি এটি উদযাপন করি এবং এটিকে আমাদের শক্তি বলে মনে করি? এই প্রশ্ন উত্তর রয়েছে এই ছবিতে। এর জন্য ছবিটি আয়ুষ্মানের কাছে গুরুত্বপূর্ণ।
আয়ুষ্মান মানে অন্য ধরনের ছবি। তিনি নিজেও অনেকবার জানিয়েছেন, ছবির বিষয়বস্তু দেখেই তিনি ছবিতে সাইন করেন। আর ‘অনেক’ তাঁর এখন পর্যন্ত কেরিয়ারের শীর্ষে থাকা সিনেমা হতে চলেছে। ‘অনেক’-এর ট্রেলারের প্রতিক্রিয়া দেখে আনন্দিত তিনি। এটি ভারতীয়দের হৃদয়ে একটি ছন্দে আঘাত করেছে এবং এর চেয়ে খুশি কিছু হতে পারে না বলেই তিনি মনে করেন। তাঁর বিশ্বাস ছবিতে যে সত্যটি তুলে ধরা হয়েছে, তা সমগ্র ভারতের দর্শক দেখার পরে, ঐক্যতা কত প্রয়োজন তা অনুভব করবেন। যে একতার কথা বলা হয়েছে ছবিতে, তা একজন শিল্পী হিসেবে নিজের কাছেও ভাললাগা থেকে যাবে। ‘অনেক’ মুক্তি পাবে ২৭ মে। ছবির ট্রেলার লঞ্চ করার সঙ্গে সঙ্গে দর্শকদের পাশাপাশি বলিউডের সেলেবরাও নিজেদের সোশ্যাল মিডিয়াতে ছবির ঐক্যবদ্ধতার স্লোগানে সামিল হয়েছেন।





