
শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় একটা টক শো-তে এসেছিলেন সঙ্গীত পরিচালক-গায়ক অনুপম রায়। শাশ্বত জিজ্ঞাসা করেন, ‘’‘তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর’ কি প্রাক্তন প্রেমিকাকে নিয়ে লেখা গান?’’ অনুপম বলেন, ”হ্যাঁ, এটা বেশ পুরোনো গান। ২০১০-২০১১তে লেখা। এই গানটা একজন প্রাক্তনকে নিয়েই লেখা। এটা একটা সত্যি গান। এর মধ্যে কোনও মিথ্যা নেই।’’
তাঁর গানের মধ্যে শুকনো পেঁয়াজকলি, ডাল-ভাত, নতুন আলুর খোসা এসবের উল্লেখ থাকে। প্রেমের গানে কেন এসব শব্দ ব্যবহার করেন অনুপম? এই প্রশ্নের উত্তরে গায়ক ব্যাখ্যা করেছেন, ‘’ফ্রিজে জমে থাকা বাসি হয়ে যাওয়া সবজি যেমন ফেলে দিতে হয়, তেমনই মনে হয়েছিল, একটা সম্পর্কে আমি হয়তো সেরকম বাতিলের খাতায় চলে গিয়েছি। আবার নতুন আলুর খোসা দিয়ে ভাত মেখে খেয়ে আমি বেরোচ্ছিলাম। এমনিতে আলুর খোসা আমরা ফেলে দিই। কিন্তু নতুন আলুর খোসা আলুর গায়ে লেগে থাকে। সেটাকে আলাদা করা যায় না। আমার মনে হয়, নতুন প্রেমও এরকম গায়ে লেগে থাকে। এই ভাবনা থেকেই এসব শব্দের প্রয়োগ। এক-এক সময়ে এক-একটা শব্দ ব্যবহারের কথা মাথায় এসেছে।”
এরপর অনুপমকে প্রশ্ন করা হয়, প্রেমিক হিসাবে আর বর হিসাবে তিনি নিজেকে কত নম্বর দেবেন? অনুপম বলেন, ”বিয়ের আগে প্রেমটা বেশি থাকে। বিয়ের পর প্রেমটা একটু হলেও কমে, সব সময়ে একসঙ্গে থাকার জন্য। প্রেমের সময়ে রিহার্সালে ফাঁকি দিয়ে ঠিক দেখা করতে পৌঁছে যাওয়া যায়। আমি প্রেমিক হিসাবে নিজেকে দশে দশ দেবো। বর হিসাবে দশে নয় দেবো।’’